মুজিব শতবর্ষে স্থাপিত বাংলাদেশ সরকারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় ত্রিশালে উৎপাদিন বিষমুক্ত সতেজ নিরাপদ সবজি কর্নার উদ্বোধন কারা হয়েছে। উক্তদ নিরাপদ সবজি কর্ণার উদ্বোধন করেন জনাব মোহাম্মদ ইউসুফ (অতিরিক্ত সচিব) মহাপরিচালক, কৃষি বিপনন অধিদপ্তর খামারবাড়ি, ঢাকা। অতিথি বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো: আব্দুল মাজেদ, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহ অঞ্চল। মো: মতিউজ্জামান, উপপরিচালক , কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ময়মনসিংহ। ড.ফাতেমা ওয়াদুদ উপপরিচালক (গুদাম ব্যবস্থাপনা শাখা) কৃষি বিপনন অধিদপ্তর ,খামারবাড়ি,ঢাকা। উদ্বোক্তা, মাসুদ করিম ও তোফা সিকদার জানান “বিক্রয় খুব ভাল হচ্ছে”।
২৯ জানুয়ারি, ২০২১ খ্রি: সকাল ১০.৩০ মিনিটে স্টেশন রোড (পালিকা শপিং স্টেন্টারের সামনে), ময়মনসিংহ। সহযোগিতায় : জেলা প্রশাসন, ময়মনসিংহ ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন । বাস্তবায়নে: কৃষি বিপনন অধিদপ্তর জেলা কার্যালয়, ময়মনসিংহ। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ ,সংবাদ কর্মী , কৃষি সম্প্রসারণ, কৃষি বিপনন, বিএডিসি ও কৃষি তথ্য সার্ভিস এর কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।