Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ সেপ্টেম্বর ২০২০

কৃষকের বাজারে গেলে নিরাপদ শাকসবজি মেলে


প্রকাশন তারিখ : 2020-09-09

 

বর্তমান কৃষিবান্ধব সরকারের সময়োপযোগী পদক্ষেপে বাংলাদেশের কৃষি উন্নয়ন বিশ্বে রোল মডেল। দানাদার খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পর বর্তমান সরকার নিরাপদ খাদ্য উৎপাদনের মাধ্যমে সবার পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে সচেষ্ট রয়েছে। এরই প্রেক্ষিতে ক্ষতিকর বালাইনাশকমুক্ত নিরাপদ শাকসবজির যোগান দিতে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে শুরু হয়েছে ‘কৃষকের বাজার’। গত ৬ ডিসেম্বর ২০১৯ তারিখে ঢাকার মানিক মিয়া এভিনিউর সেচ ভবন প্রাঙ্গনে ‘কৃষকের বাজার’ উদ্বোধন করেন মাননীয় কৃষিমন্ত্রী ড. মো  আব্দুর রাজ্জাক, এমপি। তখন থেকেই বিষমুক্ত নিরাপদ শাকসবজি, ফলমূল মেলে এ বাজারে। কৃষকরা সপ্তাহে দুইদিন শুক্র ও শনিবারে তাদের উৎপাদিত শাকসবজি ফলমূল নিয়ে এ বাজারে আসেন। টাটকা এসব কৃষিপণ্য কেনাবেচা শুরু হয় সকাল ৭টা থেকে। ঢাকার আশপাশের জেলাধীন মোট আটটি উপজেলা থেকে নিরাপদ বিভিন্ন শাকসবজি নিয়ে সরাসরি কৃষকরা কোনো মধ্যস্বত্ত্বভোগীদের ছাড়াই এ বাজারে পণ্য বিক্রি করতে পারেন।

 

গত ২৮ আগস্ট ২০২০ তারিখ সকালে সরেজমিন কৃষকের বাজার পরিদর্শনে দেখা যায় উল্লেখযোগ্য সংখ্যক আগ্রহী ক্রেতার উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে বেচাকেনা চলছে। কৃষকের বাজারে কৃষিপণ্য নিয়ে আসা নরসিংদী শিবপুরের কৃষক নাদিম জানান তার পারিবারিক খামারে উৎপাদিত পণ্য এ বাজারে নিয়ে এসে বিক্রি করে বেশ লাভবান হচ্ছেন। পণ্যের পরিবহণ সরকারি গাড়িতে হয় বলে পরিবহন খরচ বেঁচে যাওয়ায় লাভের হার বেশি। এ সপ্তাহে তিনি নিয়ে আসেন হুমাই কলা, চাঁপাকলা, সাগরকলা, ঢেঁড়স, আমড়া, কাকরোল, কচু, লেবু। তিনি আরও জানান সরকারের এই উদ্যোগে ন্যায্যমূল্য পেয়ে আমরা সাধারণ কৃষক খুব লাভবান হচ্ছি। সাভারের ধামরাই থেকে আগত কৃষক সিরাজুল ইসলাম তাল, লটকন, আমড়া, লেবু, সরিষার তেল নিয়ে এসেছেন। তিনিও জানান লাভ খুব ভালো হয়। উপস্থিত ক্রেতাদের সাথে আলাপ করে জানা যায় অনেকেই নিয়মিত এ বাজারে আসেন এবং বিষমুক্ত টাটকা শাকসবজি কেনেন। সবজির গুণগত মানও খুব ভালো বলে তাঁরা জানান। একইসাথে সরকারের এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়ে এ ধরণের আরও বাজারের অনুরোধ করেন। শাকসবজির পাশাপাশি এখানে মৎস্য অধিদপ্তরের তত্ত্বাবধানে বিভিন্ন প্রজাতির টাটকা মাছ বিক্রি করা হয়। হর্টেক্স ফাউন্ডেশনও এখানে বিভিন্ন ধরণের শাকসবজি, ফলমূল বিক্রি করে থাকে। কৃষকের বাজার ব্যবস্থাপনা করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি উন্নয়ন কর্পোরেশন, কৃষি বিপণন অধিদপ্তর, কৃষি তথ্য সার্ভিস, হর্টেক্স ফাউন্ডেশন। বাজার পরিদর্শনকালে আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মহোদয়সহ অত্র কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।

সংবাদদাতা- অপর্ণা বড়ুয়া, এআইসিও, কৃষি তথ্য সার্ভিস, ঢাকা অঞ্চল।