আন্তঃফসল হিসেবে মরিচের সাথে পেঁয়াজ চাষে রোগবালাই ও পোকামাকড় দমন ব্যবস্থাপনার ওপর এক কৃষক প্রশিক্ষণ ১২ জুন ভোলা সদরে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের(বারি)সরেজমিন গবেষণা বিভাগ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ সামসুল আলম।
তিনি বলেন, পেঁয়াজ–মরিচ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অন্তর্ভূক্ত।খাবারে স্বাদে-গন্ধে অতুলনীয়।তাই এ জাতীয় মসলা ফসলের আবাদ বাড়াতে হবে আরো।
এ উপলক্ষে এক আলোচনা সভায় আয়োজক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (অ.দা.)গাজী নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেনে উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ রিয়াজ উদ্দিন, বারির বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাহবুবুর রহমান এবং কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক।
প্রশিক্ষণে মরিচ এবং পেঁয়াজ ফসলের রোগবালাই ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। এতে ৩০ জন কৃষাণ-কৃষাণী অংশগ্রহণ করেন। এর আগে প্রধান অতিথি দৌলতখানে অনুষ্ঠিত মরিচের সাথে পেঁয়াজ চাষে আন্তঃপরিচর্যা, সার সুপারিশমালা ও সেচ ব্যবস্থাপনা শীর্ষক এক কৃষক প্রশিক্ষণের উদ্বোধন করেন।