কৃষি ও কৃষকের উন্নয়নে কৃষিবান্ধব বর্তমান সরকার বদ্ধপরিকর ।খাদ্য নিরাপত্তাসহ পুষ্টিকর ও নিরাপদ টেকসই খাদ্য উৎপাদনে সরকার নিয়েছে নানা উদ্যোগ ও পরিকল্পনা । এর মধ্যে একটি হলো কৃষিকে যান্ত্রিকীকরণ এবং এরই ধারাবাবিকতার একটি অংশ ধান কাটা, মাড়াই ও ঝাড়াইয়ের কাজে ব্যবহ্রত যন্ত্র কম্বাইন হারভেষ্টার ।এই মেশিনের সাহায্যে কৃষকভাইয়েরা কম করচে, কম সময়ে এবং নিরাপদভাবে তাদের ধান গোলায় তুলতে পারবেন ।আর এই কম্বাইন হারভেষ্টার মেশিন আজ রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা কৃষি অফিস চত্বরে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন সহায়তায় উপজেলার কৃষকদের মাঝে ৫০% ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ হয়। সুবিধাভূগি কৃষকরা হলেন- মোঃ রুহুল আমিন, উজিরপুর; মোঃ সাদেকুল ইসলাম, রায়পুর; মোঃ শাহিদুল ইসলাম পিন্টু, পৌরসভা; মোঃ নুরুজ্জামান প্রধান ও মোঃ রবিউল ইসলাম, চতরা । এই মেশিন পেয়ে কৃষকরা খুর খুশি । তারা বলেন যে, এই মেশিনের সাহায্যে তারা বেরো ধান সল্প সময়ে নিরাপদভাবে ঘরে তুলতে পারবেন ।এজন্য তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানান ।এছাড়াও তারা আরো বলেন য়ে, শুধু নিজেরাই এ মেশিন ব্যবহার করবেন না প্রতিবেশী কৃষকদের কম খরচে ধান কাটতে সহায়তা করবেন ।
আধুনিক কৃষি উপকরন যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় উন্নত কৃষি সমৃদ্ধি দেশ গড়ার লক্ষ্যে ২০১৯-২০ অর্থবছরে কৃষি মন্ত্রণালয়ের বাজেটের আওতায় কৃষি যন্ত্রপাতিতে উন্নয়ন সহায়তা প্রদান কার্যক্রমের অংশ হিসেবে কৃষকদের মাঝে এসব কৃষি যন্ত্রপাতি বিতরণ হয় বলে উপজেলা অফিসার মো: সাদেকুজ্জামান সরকার জানান ।
উপজেলা কৃষি অফিস চত্বরে এ যন্ত্রপাতি বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মাদ মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার টি এম.এ মমিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুর রহমান রাঙ্গা এবং সেক্রেটারী ও পৌর মেয়র এএসএম তাজিমুল হক শামীম, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম মন্ডল মিলন, মহিলা ভাইস চেয়ারম্যান রওশনারা আক্তার রিনাসহ অন্যান্য স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ । এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন যে এ যন্ত্রপাতির সুফল অন্য কৃষকরাও যেন পায় সে বিষয়টা নিশ্চিত করার জন্য উপজেলা কৃষি অফিসারকে পরামর্শ দেন