পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ১৬ সেপ্টেম্বর আমড়া ও পেয়ারা ফসলের পোকামাকড় ও সমন্বিত বালাই ব্যবস্থাপনার মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রযুক্তির ওপর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মুহাম্মদ সামসুল আলম। তিনি বলেন, অন্যান্য ফসলের ন্যায় আমড়া ও পেয়ারার রোগপোকা আক্রমণ স্বাভাবিক বিষয়।তবে অবহেলা করলে অবস্থা ভয়াবহ হতে পারে।এ জন্য প্রয়োজন সময়মতো ব্যবস্থা না গ্রহণ। নিরাপদ ফল উৎপাদনে দরকার জৈব বালাইনাশক ব্যবহার। এর মাধ্যমে উৎপাদন খরচ কম হয়। পরিবেশও থাকে অনুকূলে।
বাংলাদেশের দক্ষিণাঞ্চলে চাষকৃত গুরুত্বপূর্ণ ফল, পান, সুপারি ও ডাল ফসলের পোকামাকড় সনাক্তকরণ ও সমন্বিত বালাই ব্যবস্থাপনার মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রযুক্তি উদ্ভাবন ও বিস্তার কর্মসূচি আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের আরএআরএস’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি ছিলেন বারির পিএসও ড. মো. আলিমুর রহমান এবং উপজেলা কৃষি অফিসার চপল কৃষ্ণ নাথ।
গেস্ট অব অনার হিসেবে ছিলেন আয়োজক প্রতিষ্ঠানের কর্মসূচি পরিচালক ড. মো. মাহবুবুর রহমান। বৈজ্ঞানিক কর্মকর্তা রাশেদুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হিরু চেয়ারম্যান, আওয়ামীলীগের ওয়ার্ড সভাপতি সরোয়ার হোসেন, কৃষক আবদুর রহমান হাওলাদার প্রমুখ।
অনুষ্ঠানে বিএআরআই’র বৈজ্ঞানিক কর্মকর্তা শর্মিলা দাস সেতু, এসও স্মৃতি হাসনা, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক, স্থানীয় উপসহকারি কৃষি কর্মকর্তা সুখলাল হালদার অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
নিরাপদ উপায়ে কীভাবে আমড়া ও পেয়ারার পোকামাকড় দমন করা যায়, সে বিষয়ে প্রশিক্ষণে চাষিদের হাতে-কলমে শেখানো হয়। অনুষ্ঠানে ৪০ জন কৃষাণ-কৃষাণী অংশগ্রহণ করেন।