Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ জুন ২০২০

রপ্তানিযোগ্য ও গুনগতমান সম্পন্ন সবজি উৎপাদন সংগ্রহ ও সংগ্রহত্তোর ব্যাবস্থাপনা বিষয়ক কৃষক ও উপসহকারি কৃষি কর্মকর্তাদের একদিনের প্রশিক্ষন অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2020-06-25

রপ্তানিযোগ্য ও গুনগতমান সম্পন্ন সবজি উৎপাদন সংগ্রহ ও সংগ্রহত্তোর ব্যাবস্থানা বিষয়ক কৃষক ও উপসহকারি কৃষি কর্মকর্তাদের একদিনের প্রশিক্ষন অনুষ্ঠিত হয় ২৫ জনু জয়পুরহাট সদর উপজেলা হলরুমে। আর উক্ত অনুষ্ঠান টি আয়োজন করে বাংলাদেশ হটিকালচারাল প্রোডিউসার এন্ড এক্রার্পোর’স এসোসিয়েশন (ইঐচঋঅ) ঢাকা এবং সহযোগিতা প্রদান করেন এগ্রো প্রোডার্ক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল (অচইচঈ) বানিজ্য মন্ত্রণালয় ঢাকা ,কারিগরি সহ সহয়োগীতা প্রদান করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জপয়পুরহাট সদর।


প্রশিক্ষনে উপস্থিত ছিলেন সদর উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: কায়ছার ইকবাল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ ফারজানা হক, ফিল্ড কনসালটেন্ট দীনেন্দ্র(ইঋঠঅচঊঅ) নাথ সরকার, এছাড়াও তঙঙগ এ্যাপ্সের মাধ্যমে সংযুক্ত হয়েছিলেন বানিজ্য মন্ত্রনালয় এর মাননীয় যুগ্ম সচিব এ এইচ এম শফিকুজ্জামান।অনুষ্ঠানের শুরুতে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: কায়ছার ইকবাল বলেন, জয়পুরহাট সবজি উৎপাদনের জন্য খুবই উপযোগী এখন শাক সবজি ফসল উৎপাদ বৃদ্ধি পাচ্ছে যার ফলে কৃষকেরা লাভবান হচ্ছে। আর সবজি চাষে অন্য ফসলের তুলনায় খরচ কম লাভ বেশী। এছাড়া প্রধান মন্ত্রী অঙ্গিকার প্রতি ইঞ্চি জমির করতে হবে সঠিক ব্যবহার এবিষয়ের ওপর ধারনা প্রদান করেন এবং পরিকল্পিত শাক সবজি উৎপাদনরে পরামর্শ প্রদান করে থাকে। 

আলোচানর মূল বিষয় ছিল রপ্তানি যোগ্য কৃষি পন্য উৎপাদন ,সংগ্রহ ও সংগ্রহত্তোর ব্যাবস্থাপনা ওপর সম্যক ধরনা প্রধান সম্পর্কে। ভয়াবহ করোনার মাঝে স্বাস্থ্যবিধি মেনে অনান্য প্রশিক্ষকগন প্রশিক্ষন প্রদান করেন। ৩০ জন কৃষক ও ১৫ জন  উপসহকারি কৃষি কর্মকর্তা  মোট ৪৫ জন প্রশিক্ষনার্থীদের খাবার ও যাতায়াত ভাতা প্রদান করা হয়।