ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা, সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্পের আয়োজনে ১৫ নভেম্বর বরিশালের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে (আরএআরএস) ভাসমান কৃষির আধুনিক প্রযুক্তির ওপর কৃষক মাঠদিবস অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলাম। কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, মাঠদিবস হচ্ছে কোনো কর্মকান্ডের সাথে পরিচিত হওয়া। এর মাধ্যমে দেখা প্রযুক্তিগুলো মাঠে প্রয়োগ করে উৎপাদন বৃদ্ধি করা। ভাসমান কৃষিকে আধুনিকায়ন ও জনপ্রিয়করণের জন্য তিনি সবার প্রতি আহবান জানান।
আরএআরএস’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রফি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বারি পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মুহাম্মদ সামসুল আলম এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) অতিরিক্ত পরিচালক মো. আফতাব উদ্দিন। গেস্ট অব অনার ছিলেন প্রকল্প পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদার।
বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন মাদারীপুরের আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সালেহ উদ্দিন, বারি সদরদপ্তরের কীটতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নির্মল কুমার দত্ত, বারি পটুয়াখালীর সরেজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সহিদুল ইসলাম খান, নেছারাবাদের কৃষক মো. রফিকুল ইসলাম, উজিরপুরের কৃষক মো.শামিম হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বারির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম কিবরিয়া, পিএসও ড. মো. ইদ্রিস আলী হাওলাদার, পিএসও ড. মো. আলিমুর রহমান এবং কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
মাঠদিবসে বরিশালের আগৈলঝাড়া ও উজিরপুর এবং পিরোজপুরের নেছারাবাদের ৮০ জন কৃষক অংশগ্রহণ করেন।
এর আগে প্রধান অতিথি ভাসমান কৃষি বিষয়ক গবেষণা কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন শীর্ষক কৃষি বিজ্ঞানীদের দু’দিনের প্রশিক্ষণ উদ্বোধন করেন।