বাংলাদেশের জনগনের পুষ্টি উন্নয়নে বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে দৈনন্দিন চাহিদা পূরনে দেশী বিদেশী ও প্রচলিত অপ্রচলিত ফলের আবাদ বৃদ্দি ও সম্প্রসারণের লক্ষে বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন (২য় সংশোধিত) প্রকল্পের আওতায় ৩ অক্টেবর রংপুরে দিনব্যাপী আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকার মহাপরিচালক কৃষিবিদ ড. মো. আবদুল ম্ঈুদ কর্মশালার উদ্বোধন করে বলেন, পুষ্টি চাহিদা পূরনের জন্য ফল উৎপাদনের পাশাপাশি উদ্বৃত্ত ফল উৎপাদন করতে হবে, যাতে ভবিষ্যতে ফলের আমদানি নির্ভরতা কমিয়ে বাংলাদেশ থেকে ফল রপ্তানি ও করা যেতে পারে। বিশেষ করে বৈচিত্র্যময় কৃষিতে ভরপুর রংপুর অঞ্চলের কৃষকেরাপ্রাকৃতিক দূর্যোগ বা যে কোন সমস্যা মোকাবেলা কওে যেভাবে ফসল উৎপাদন করে থাকে তাতে বানিজ্যিক কৃষিতে তাদের যুক্তি করা কঠিন কোন বিষয় নয়। বরং এতে করে নতুন নতুন কৃষি প্রযুক্তি এবং বিভিন্ন ধরনের ফল ও ফলের জাত প্রবর্তন ও সম্প্রসারলের মাধ্যমে এ অঞ্চলের কৃষক গনের আর্ত সামাজিক অবস্তার উন্নয়ন ঘটবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা বাস্তবায়ন ও আইসিটি উইংয়ের পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আলী। কৃষকদের পক্ষ থেকে রংপুর থেকে ট্রেনে বিষেশায়িত বগিতে আম পরিবহনের সুযোগ এবং কৃষকদের জন্য হাঁড়িভাঙ্গা আমের উপর প্রশিক্ষণ আয়োজনের সুপারিশ করা হয়। অনুষ্ঠানে রংপুর অঞ্চলের জন্য সম্ভবনাময় কফি চাষের উপর আলোচনা করেন প্রকল্প পরিচালক কৃষিবিদ ড. মো. মেহেদী মাসুদ এবং গাইবান্ধায় নতুন স্থাপিত হর্টিকালচার সেন্টারের উপপরিচালক ড. মো: সাইখুল আরেফিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রংপুর অঞ্চলের ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো: মনিরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খামারবাড়ি, ঢাকার হর্টিকালচার উইংয়ের পরিচালক কৃষিবিদ মো: কবির হোসেন। পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইংয়ের পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আলী এবং প্রকল্প পরিচালক কৃষিবিদ ড. মো: মেহেদী মাসুদ। অনুষ্ঠানে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন হর্টিকালচার সেন্টার বুড়িরহাট, রংপুরের উপপরিচালক কৃষিবিদ মো: আফতাব হোসেন। আঞ্চলিক কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের প্রতিনিধিসহ প্রতি জেলা থেকে কৃষক প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।