২৬, ডিসেম্বর/২০২০ খ্রি. শেরপুর জেলাস্থ নকলা উপজেলার বলেশ্বরদী গ্রামে সমলয়ে বোরো ধান চাষে স্থানীয় কৃষক দের সাথে মতবিনিময় করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব জনাব মো: মেসবাহুল ইসলাম।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,শেরপুর এর আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহা পরিচালক কৃষিবিদ মো: আসাদুল্লাহ এর সভাপতিত্বে মত বিনিময় অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষি সচিব তাঁর বক্তব্যে বলেন, কৃষিতে আধুনিক যন্ত্রপাতির সম্পৃক্ত করণ, কৃষকদের সার্বিক সহযোগিতা ও কৃষি প্রনোদনার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিতে বিপ্লব ঘটিয়েছেন এবং দেশকে খাদ্যে সয়ংসম্পন্ন করেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ব্যাতিত স্বাধীনতা পরবর্তী সময়ে আর কোন রাষ্ট্র নায়কের পক্ষে যাহা সম্ভব হয়নি। বর্তমান করোনা পরিস্থিতিতে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে কৃষিকে আরো বেগবান করতে সরকার কৃষি প্রনোদনার পাশাপাশি কৃষকদের বিভিন্ন ধরনের সহযোগীতা করে যাচ্ছেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাসের সঞ্চালনায় উক্ত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) মো: হাসানুজ্জামান কল্লোল, চেয়ারম্যান বিএ,ডিসি, শাহ মো: বোরহান উদ্দিন, চেয়ারম্যান উপজেলা পরিষদ নকলা। এ মত বিনিময় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো: আব্দুল মাজেদ অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর , ময়মনসিংহ অঞ্চল, আনারকলি মাহবুবা, জেলা প্রশাসক শেরপুর। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন, ড. মোহিত কুমার দে, ডি.ডি.ডিএই, শেরপুর। অনুষ্ঠানে জেলার প্রশাসন ও কৃষি বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা বৃন্দ, কৃষক-কৃষানী, এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ, সংবাদ কর্মী ও এআইএস এর কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।