Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ অক্টোবর ২০২০

কুমিল্লায় বিএআরআই এর বিজ্ঞানীদের উচ্চতর ডিগ্রি অর্জন করায় সংবর্ধনা প্রদান


প্রকাশন তারিখ : 2020-10-12

 

 

কৃষি বিষয়ক গবেষণা কাজকে সুচারু ও দক্ষভাবে সম্পন্ন করার জন্য দক্ষ জনবলের বিকল্প নেই। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ও উচ্চ শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব প্রদান করে থাকে। পিএইচডি গবেষণার অংশ হিসেবে বিজ্ঞানীরা কৃষির বিভিন্ন সমস্যা ও উৎপাদন বৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে গবেষণা করে থাকেন।  এরই ধারাবাহিকতায় গত ০৫-১০-২০২০ খ্রি. তারিখ রোজ সোমবার আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, কুমিল্লার তিনজন বিজ্ঞানীর পিএইচডি ও একজন বিজ্ঞানীর এম এস ডিগ্রি অর্জন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোঃ উবায়দুল্লাহ কায়ছার। বৈজ্ঞানিক কর্মকর্তা শামীমা সুলতানার উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরেজমিন গবেষণা বিভাগ, কুমিল্লার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোঃ হায়দার হোসেন, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোঃ আলমগীর সিদ্দিকী এবং কেন্দ্রের বিভিন্ন পর্যায়ের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকবৃন্দ। 
 
 
সংবর্ধনা অনুষ্ঠানে জানানো হয় ড. মোঃ মুক্তার হোসেন ভূঞা, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, আরএআরএস, কুমিল্লা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর থিসিসের বিষয় ছিল “Nitrogen Use Efficiency in Wheat-Mungbean-T. aman Cropping System”. ড. মোঃ হাফিজুর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা, আরএআরএস, কুমিল্লা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর থিসিসের বিষয় ছিল “Integrated Approach for the Management of Foot and Root Rot Disease of Betelvine”. ড. মোঃ আইয়ুব হোসেন খান, বৈজ্ঞানিক কর্মকর্তা,  আরএআরএস, কুমিল্লা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর থিসিসের বিষয় ছিল “Morpho-anatomical Appraisal of Field Pea Under Salinity Stress ”. মহিবুর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা,  আরএআরএস, কুমিল্লা ফসল উদ্ভিদবিদ্যা বিষয়ের উপর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে এম এস ডিগ্রি অর্জন করেন। অনুষ্ঠানে উচ্চতর ডিগ্রি অর্জনকারী বিজ্ঞানীবৃন্দকে ক্রেষ্ট প্রদান করে সংবর্ধনা প্রদান করা হয়।