Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd জুন ২০২১

মিঠাপুকুরে ভর্তুকি মূল্যে ধান কাটার কম্বাইন হারভেষ্টার মেশিন বিতরণ


প্রকাশন তারিখ : 2021-05-27

 

রংপুরে মিঠাপুকুরে অর্ধেক দামে উন্নত কৃষি প্রযুক্তির ধান কাটার কম্বাইন হারভেষ্টার মেশিন পেয়েছেন কৃষকরা। মহান মে দিবসের দিনে কৃষকদেরকে এই মেশিনের চাবি হস্তান্তর করেন কৃষি বিভাগ। উপজেলার রানীপুকুর ইউনিয়ন পরিষদ চত্বরে চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা প্রশাসক মো. আসিব আহসান। সভাপতিত্ব করেন কৃষি স¤প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক খন্দকার আব্দুল ওয়াহেদ। বক্তব্য রাখেন বিএমডিএ এর তত্ত¡াবধায়ক প্রকৌশলী মো. হানিববুর রহমান খান, বিএডিসি এর যুগ্ন পরিচালক(সার) মো. মোফাজ্জল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন ভুইয়া, আঞ্চলিক বেতার কৃষি অফিসার ড. মুহ: রেজাউল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মো. আনোয়ার হোসেন, রানীপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম রাঙ্গা, কৃষাণী তহুরা খানম প্রমুখ। এর আগে উপজেলায় আরও দুটি কম্বাইন হারভেষ্টার মেশিন ভতুর্কি মূল্যে কৃষকদের নিকট বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে কম্বাইন হারভেষ্টার মেশিনের মাধ্যমে একই সাথে ধান কাটা, মাড়াই, ঝাড়াই ও প্যাকেটজাত করা হয়। এই মেশিনে কাদা মাটি ও পড়ে থাকা ধানও কাটা সম্ভব। উপজেলা কৃষি অফিসার মো. আনোয়র হোসেন বলেন, কম্বাইন হারভেষ্টারের মাধ্যমে একজন কৃষক এক ঘন্টায় এক একর জমির ধান একই সাথে কাটা, মড়াই, ঝাড়াই ও প্যাকেটজাত কাজ খুব সহজেই করতে পারেন। এক একর জমির ধান কাটতে ডিজেল খরচ মাত্র ৮ লিটার। একদিনে হারভেষ্টার দিয়ে ১০ একর পর্যন্ত জমির ধান কাটতে খরচ হবে মাত্র ১২-১৫ হাজার টাকা। স্বাভাবিকভাবে সেটি করতে খরচ হবে প্রায় ৯০ হাজার থেকে এক লাখ টাকা। এতে ১০ একর জমির ধান কাটতে সাশ্রয় হবে দেড়শ‘রও বেশি শ্রমিক, যা বর্তমান বাজার মূল্যে ৫৫ হাজার টাকা। তিনি আরও বলেন, যন্ত্রটি কৃষকের দোড়গোড়ায় সহজলভ্য করার জন্য বর্তমান কৃষি বান্ধব সরকার প্রতিটি যন্ত্রে ৫০% ভতুর্কি দিচ্ছে। এ বছর ভতুর্কির আওতায় মিঠাপুকুর উপজেলায় ৩টি কম্বাইন হারভেষ্টার কৃষকদের নিকট সরবরাহ করা হয়েছে এবং এই যন্ত্রের ব্যবহার বাড়ানো গেলে ফসলের উৎপাদনশীলতা ও কৃষকের উৎপাদন খরচ কমানো সম্ভব।