গত ৫ অক্টোম্বর ২০২০ পুঠিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা প্রশিক্ষণ হল রুমে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী প্রশিক্ষনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক জনাব সুধেন্দ্র নাথ রায়। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলার সম্মানিত জেলা প্রশিক্ষণ অফিসার জনাব মোঃ মঞ্জুরুল হক, অতিরিক্ত উপপরিচালক ( উদ্ভিদ সংরক্ষণ) জনাব মোঃ আমিরুল ইসলাম এবং উপজেলা কৃষি অফিসার জনাব শামসুন নাহার ভুঁইয়া এবং কৃষি স¤প্রসারণ অফিসার জনাব তন্ময় কুমার সরকার। এই প্রশিক্ষণ ২০২০-২১ অর্থ বছরে বিশেষ কার্যক্রমের আওতায় এ প্রশিক্ষনের ব্যবস্থা নেয়া হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, টেকসই প্রযুক্তি ব্যবহার করে বোরো ফসলের আবাদ ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এ প্রশিক্ষনের মুল লক্ষ্য ও উদ্দেশ্য। প্রশিক্ষনের প্রশিক্ষণ লব্ধ জ্ঞান সঠিক ভাবে কাজে লাগাতে হবে যাতে করে নিজেরা লাভবান হবেন, পাশাপাশি অন্যান্য বোরো চাষিরা আপনাদের বোরো প্রদর্শণী ক্ষেত দেখে বোরোসহ অন্যন্য মৌসুমের ধান চাষে অগ্রনী ভুমিকা রাখতে পারে। তিনি সকল প্রদর্শণীভুক্ত বোরো চাষিদের ধৈর্য্য ও নিষ্ঠার সাথে প্রশিক্ষণ নেয়ার অনুরোধ জানান।
ট্রেনিং শেষে অতিরিক্ত পরিচালক স্যার উপজেলা কৃষি অফিস চত্বরে মুজিব শতবর্ষ উপলক্ষে জাতির পিতার স্মরণে কাজুবাদাম গাছ রোপণ করেন।
দিনব্যাপী প্রশিক্ষণে বোরোর আধুনিক জাত ও জমি তৈরী, লাইনে চারা রোপন, সুষম মাত্রায় সার ব্যবহার, পানির অপচয় রোধে এডবিøউডি পদ্ধতি সেচ প্রদান, রোগ ও পোকার আক্রমন রোধে চারা রোপনের পরপরই ক্ষেতে পাচিং এর ব্যবস্থা নেয়া( ডাল-পালা পোঁতা) ও অজৈব রাসায়নিক ব্যবহার ইত্যাদি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়।