Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ মে ২০২০

কাঁকরোল আবাদে লাভবান বাঁশখালীর কৃষকরা


প্রকাশন তারিখ : 2020-05-18

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় লাভজনক সবজি হিসেবে কাঁকরোলের চাষ দিন দিন বেড়েই চলেছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে চলতি মৌসুমে উপজেলাটির ১১৫০ হেক্টর জমিতে কাঁকরোল আবাদ হয়েছে যা থেকে প্রায় পঁচিশ হাজার টন ফলন পাওয়া যেতে পারে। উৎপাদিত কাঁকরোলের আনুমানিক বাজার মূল্য একশত কোটি টাকার উপর। ইতিমধ্যেই এ মৌসুমের কাঁকরোল চট্টগ্রাম শহরের পাইকারী ও খুচরো বাজারে বিক্রি শুরু হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা বাঁশখালীর পাহাড়ি এলাকা থেকে কাঁকরোলের স্তুপ ক্রয় করে বন্দর নগরী চট্টগ্রাম সহ জেলার বিভিন্ন জায়গায় পাঠাতে শুরু করেছেন।

এ প্রসঙ্গে বাঁশখালী উপজেলা কৃষি কর্মকর্তা জনাব আবু সালেক জানান, এ বছর বাঁশখালীতে কাঁকরোলের ভাল ফলন হয়েছে। মাঠে রোগবালাই এর আক্রমণ তেমন একটা ছিল না। বিভিন্ন প্রদর্শনী ও প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের কাঁকরোল আবাদে কৃত্রিম পরাগায়নের ব্যবহার সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষি ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাগন কাঁকরোল সহ অন্যান্য মাঠ ফসল আবাদে প্রয়োজনীয় কারিগরী পরামর্শ প্রদান করে যাচ্ছেন।