বরিশালের কৃষি গবেষণায় কৃষকের মাঝে বিনামূল্যে সবজিবীজ ও চারা বিতরণ অব্যাহত আছে। এর অংশ হিসেবে ১৮ মে আরএআরএস ক্যাম্পাসে সামাজিক দূরত্ব বজায় রেখে চাঝিদের হাতে এ উপকরণ তুলে দেওয়ার মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক মো. আফতাব উদ্দিন।
তিনি বলেন, সরকার কৃষকের প্রায় ২ কোটি বসতবাড়ির আঙ্গিনাকে শাকসবজির আওতায় আনার আহবান জানিয়েছে।এ সব জায়গায় উন্নত জাত ও ভালো বীজ ব্যবহারের মাধ্যমে আশানুরূপ উৎপাদন পাওয়া সম্ভব। তিনি আরো বলেন, শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য দরকার পুষ্টিসমৃদ্ধ খাবার গ্রহণ। আর শাকসবজি হতে পারে এর অন্যতম উৎস।তাই সবজিচাষে নিজেদের পাশাপাশি প্রতিবেশীকেও উৎসাহিত করতে হবে।
মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ সামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাসমান প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদার এবং প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম কিবরিয়া।
বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রাশেদুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আনওয়ারুল মোমিন, বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহবুবুর রহমান। অনুষ্ঠানে বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রাজিউদ্দিন, মাহবুবুর রহমান, kwg©jv `vm †mZz, স্মৃতি হাসনা, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
৩০ জন চাষির মাঝে বিতরণকৃত এসব বীজের মধ্যে ছিল ঢেঁড়শ, পুঁই শাক, শিম, লাউ, চিচিঙ্গা, গিমাকলমি ও ঝিংগা। আর চারা মধ্যে রয়েছে পেঁপে, করলা, চালকুমড়া, ঝিংগা এবং চিচিঙ্গা।
উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রতি ইঞ্চি জমির ব্যবহার এবং আগামীতে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষেই এ আয়োজন। এর মাধ্যমে উৎসাহিত হয়ে প্রতিটি কৃষকের পতিত জমি চাষের আওতায় আসবে।