কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বালাগঞ্জ, সিলেট কর্তৃক সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি মেলা ২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠান উপজেলার এম এ খান অডিটোরিয়ামে গত ৫/৫/১৬ খ্রিঃ তারিখে সকাল ১১.০০ টায় অনুষ্ঠিত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট -৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দাল মিয়া, অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলার ভাইস চেয়ারম্যান মাওলানা আলী আজগার, অফিসার্ ইনচার্জ তরিকুল ইসলাম তালুকদার ও সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার জনাব মোঃ ফরহাদ মিয়া। বালাগঞ্জের উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ আব্দুল মালেক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এটিএম আজহারুল ইসলাম। অনুষ্ঠান উপস্থাপনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার জনাব মোঃ মোস্তফা কামাল।অনুষ্ঠানে বালাগঞ্জের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ উপস্থিতি ছিল ৬০০ শতাধিক। এর আগে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দের অংশ গ্রহণে এক বিড়াট বর্ণাঢ্য র্যা লি অনুষ্ঠিত হয়। র্যা লির পর প্রধান অতিথি ফিতা কেটে মেলার উদ্বোধন করেন এবং মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন এবং পরিদর্শন রেজিস্টারে স্বাক্ষর করেন। মেলায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসহ ১৫ টি স্টল ছিল। স্টলগুলোতে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি, কৃষি উপকরণ ও কৃষি প্রযুক্তি প্রদর্শিত হয়। মেলা উপলক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বালাগঞ্জ ব্যানার, লিফলেট, মাইকিংসহ নানা প্রচারনা কার্যক্রম পরিচালনা করে। মেলা প্রতিদিন সকাল ৯.০০ টা থেকে রাত ৮.০০ পর্যন্ত দর্শনার্থীদের জন্য উম্মুক্ত ছিল। প্রতিদিন বিকাল ৩.০০ টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধার পর স্কাইশোর আয়োজন ছিল। ৭/৫/১৬ তারিখ বিকাল ৩.০০ টায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে মেলার সমাপ্তি হয়। অনুষ্ঠানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী স্টল ও কৃষককে পুরস্কৃত করা হয়।