কৃষি তথ্য সার্ভিসের ইলেকট্রনিক মিডিয়ার অভিজ্ঞতা দীর্ঘদিনের। কৃষি তথ্য সার্ভিস জন্মলগ্ন থেকে বেতারের সাথে সংশ্লিষ্ট থেকে কৃষি বিষয়ক কার্যক্রমে সার্বিক সহায়তা দিয়ে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশ বেতারের ১০টি কেন্দ্র থেকে জাতীয় ও আঞ্চলিক কৃষি বিষয়ক অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে। প্রভাতি এবং সান্ধ্যকালীন অনুষ্ঠানসহ বিভিন্ন কৃষিভিত্তিক অনুষ্ঠানের পরিধি দৈনিক প্রায় ১৪ ঘন্টা। শ্রোতা উপযোগী অনুষ্ঠান বিনির্মাণে কৃষি তথ্য সার্ভিস সার্বিক সহযোগিতা প্রদান করছে।
কৃষি তথ্য সার্ভিসের উদ্যোগে এবং এফএও’র কারিগরী সহায়তায় বরগুনা জেলার আমতলী উপজেলায় স্থাপিত কমিউনিটি রেডিও যা কৃষি রেডিও FM ৯৮.৮ নামে প্রতিদিন ৮ ঘন্টা অনুষ্ঠান সম্প্রচার করে লক্ষাধিক স্থানীয় মানুষের তথ্য চাহিদা পূরণ করছে। এ দপ্তরের সার্বিক তত্ত্বাবধান ও সহায়তায় বিটিভিতে ‘মাটি ও মানুষ’ অনুষ্ঠান সপ্তাহে ৬ দিন সম্প্রচারিত হচ্ছে। এছাড়া জাতীয় ও বিভাগীয় প্রয়োজনে বিষয়ভিত্তিক প্রতিবেদন, ফিচার, টকশো, ডকুড্রামা, টেলপ নির্মাণ এবং বিটিভি ও প্রাইভেট চ্যানলে প্রচারে সম্প্রচার করা হয়ে থাকে। কৃষি তথ্য সার্ভিসের সহযোগিতায় বর্তমানে বাংলাদেশ টেলিভিশনে প্রতিদিন সকাল ৭.২৫ মিনিটে প্রচারিত হচ্ছে ‘বাংলার কৃষি’ অনুষ্ঠানটি। তাছাড়াও বিটিভি ও বেতারে প্রচারিত ‘কৃষি সংবাদ’-এও রয়েছে এআইএসের প্রত্যক্ষ সহযোগিতা।
কৃষি তথ্য সার্ভিস এ যাবত শতাধিক স্পট, ফিলার, ফিল্মসহ বিভিন্ন কৃষি তথ্য প্রযুক্তি নির্ভর ভিডিও সামগ্রী তৈরি করেছে। আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে সিনেমা ভ্যানের মাধ্যমে এসব প্রদর্শন করে জনগণকে উদ্বুদ্ধ করে আধুনিক কৃষি তথ্য প্রযুক্তি প্রসারে সচেষ্ট রয়েছে।