এ সময়ে সিলেট বিভাগের অনেক স্থানে অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ (ঘন্টায় ৪০-৬০ কিলোমিটার বা আরও অধিক বেগে) মাঝারীধরনের বৃষ্টি (১১-২২ মিলিমিটার)/বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ ও শিলা বৃষ্টি হতে পারে;
এ সময়ের দ্বিতীয়ার্ধে রংপুর, সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক স্থানে অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ (ঘন্টায় ৪০-৬০ কিলোমিটার বা আরও অধিক বেগে) হাল্কা (০৪-১০ মিলিমিটার) থেকে মাঝারী (১১-২২ মিলিমিটার) ধরনের বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা আছে; দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে;
দেশের পশ্চিম ও উত্তর- পশ্চিমাঞ্চলে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে;
এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।