Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

কবিতা (ভাদ্র ১৪২৪)

খামারবাড়ি
কৃষিবিদ ড. সৈয়দ মো. জয়নুল আবেদীন*

জেগেছে খামারবাড়ি সুস্নিগ্ধ অঘ্রাণে,
চারিদিকে কলরব বিজয়-বিজয়।
গিরস্থের ক্লান্তি নেই মস্ত আয়োজনে,
কেটে গেছে সব বাধা রক্ত-হিম ভয়।
কঠিন সময় ছিল এইতো সেদিন,
দানবেরা কেড়ে নিত খামারের ধান।
চাষিদের শত ছেলে হয়েছে বিলীন,
শত বধূ প্রাণ দিয়ে রেখে গেছে  মান।
আজিকে খামারবাড়ি মুখর আবার,
লক্ষ নাম, রক্ত-ঘাম আজ ইতিহাস।
উঠানে উছলে উঠে ধানের পাহাড়,
দূর হতে ভেসে আসে প্রজাপতি হাঁস।
চাষির মাসুম ছেলে মায়ের কবরে,
পুষ্প হাতে নির্ভয়ে কাঁদে প্রাণ ভরে।

 

গাছ লাগান
অ্যাডভোকেট আলেয়া রাহাত**

উপায় নাই, উপায় নাই, উপায় নাইরে,
বনায়ন ছাড়া বাঁচার কোন উপায় নাইরে।
ফল হোক, ফুল হোক, কাঠ হোক, হোকরে ঔষধি
কার্বন-ডাই-অক্সাইড করবে শোষণ, অক্সিজেন দিবে নিরবধি।
ছায়া দিবে বাতাস দিবে আরও দিবে অর্থ,
গাছ লাগালে জীবন কারও হবে না তো ব্যর্থ।
গাছ বিনা জীব জগৎ ঠিকবে না একদিন,
অতীত সভ্যতা থেকে এ কথাটি এবার জেনে নিন।
সিন্ধু সভ্যতা, অক্কাদ সভ্যতা, তিয়ানচু সভ্যতা,
আর মায়া সভ্যতা ধ্বংসের কারণ এ মূর্খতা।
গাছ যে পরিবেশকে বাঁচিয়ে রাখার শ্রেষ্ঠ উপাদান,
এ কথাটি জানত না সেসব সভ্যতার জনগণ।
সভ্যতা বিকাশের প্রয়োজনে ধ্বংস করত বনাঞ্চল,
প্রকৃতিও প্রতিশোধ প্রবণ হয়ে ধ্বংস করেছে সভ্যতা সকল।
গাছ আল্লাহ পাকের জিকির করে সদা সর্বদা,
মোদের নবী প্রেমের ছবি তিনিও বলতেন গাছ লাগানোর কথা।
এ সকল কথা জানার পরে হতে হবে সচেতন,
সপরিবারে বৃক্ষ রোপণে করুন অংশগ্রহণ।
যেথা যায় না লাঙলের ফলা সেথা হোক গাছের তলা,
প্রকৃতি কখন রুষ্ট হবে যায় না তো কিছু বলা।
বাঁচাতে হবে পরিবেশ, তাহলে বাঁচবে দেশ।
সকল দেশের সেরা হবে আমার বাংলাদেশ।

 

আমরা চাষি
আবদুল হালীম খাঁ***

আমরা চাষি বারো মাসই মাঠে করি কাজ,
কাজের মাঝে আনন্দ পাই পাই না কভু লাজ।
কঠিন মাটি চাষ করি চাষ মোদের খেলা,
সকাল দুপুর সন্ধ্যা সাঁঝ মাঠেই কাটে বেলা।
দেশকে আমরা ভালোবাসি দেশকে ভালোবাসি,
ধুলো কাদায় ফলাই আমরা সোনা রাশি রাশি।
মাঠে মাঠে ফলাই ধান আরও ফলাই পাট,
সরিষা কলাই তিসি তিলে ভরি দেশের হাট।
মোদের কাজের ফলে দেশ সচল হয়ে আছে,
গাছগাছালি ফুল ও ফল পুকুর ভরা মাছে।
আমরা চাষি আছি বলেই ঘুরছে গাড়ির চাকা,
চলছে অফিস উড়ছে জাহাজ হচ্ছে ছবি আঁকা।
শীত কুয়াশা বৃষ্টি বান করি না কভু ভয়,
কাজের মাঝে জীবন কাটে জীবন কর্মময়।
দূর আকাশে উড়ছে কেউ গ্রহের কাছাকাছি,
আমরা চাষি বারো মাসই মাটি ধরেই আছি।
মুক্ত মাঠের মিষ্টি হাওয়ায় সুখ যে পাই কী যে,
তাই তো আমরা গান গাই বৃষ্টি জলে ভিজে।
আমরা চাষি বিশ্ববাসীর ক্ষুধা করি দূর,
সবার মুখে হাসি ফোটাই দিই যে গানে সুর।

 

 *৪৭৩/ই পশ্চিম শেওড়াপাড়া, ঢাকা, ০১৭৯৬৫৪৪০৬৫; **অ্যাডভোকেট জজকোর্ট, খুলনা, মোবাইল : ০১৭১৬১৬৪৭১৮;
*** গ্রাম+পো :+উপজেলা : ভূঞাপুর, টাঙ্গাইল-১৯৬০, মোবাইল : ০১৯৩৩৬৮৫৯।