Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

হে বঙ্গবন্ধু! অসীম দূরদৃষ্টি তোমার (কবিতা ভাদ্র ১৪২৬)

কৃষিবিদ শেখ মোঃ মুজাহিদ নোমানী
১৯২০ সাল, হে বঙ্গবন্ধু! তুমি জন্মেছিলে
টুঙ্গিপাড়ার এক অজপাড়াগাঁয়ে
চোখ মেলেই তুমি দেখেছো,
তোমার সোনার বাংলা আছে পরাধীন হয়ে।
ক্লাস ফোরের ছাত্র তখন তুমি,
দেখলে শীতে কাঁপছে বৃদ্ধফকির খালি গায়ে,
তা দেখে তোমার দয়ার মন উঠলো কেঁদে,
আর তাই নিজের গায়ের কাপড় দিলে তাকে পরিয়ে।
ক্লাস সেভেনের ছাত্র তুমি, কতটুকুই বা আর বয়স তোমার,
অথচ পথ আটকে দিলে প্রধানমন্ত্রী শেরেবাংলার,
বজ্রদীপ্ত দাবি ছিল একটাই, ছাত্র হোস্টেলের ছাদ,
মেরামত করে দিতে হবে চমৎকার।
কিশোরেই তোমার সাহস দেখে
মুগ্ধ হলেন নেতা শেরেবাংলা,
সেই কিশোর তুমি, আজ মোদের
জাতির পিতা ৭১ এ জন্ম দিলে সোনার বাংলা।
১৯৭২ সাল, যুদ্ধ-বিধ্বস্ত,
ক্ষত-বিক্ষত তোমার সোনার বাংলা,
সাত কোটি মানুষের দিতে হবে,
অন্ন, বস্ত্র, শিক্ষা আর স্বাস্থ্যের নিশ্চয়তা।
বুঝেছিলে তুমি তখনই
উৎপন্ন করতে হবে অনেক খাবার,
আর তাই প্রয়োজন ভালো বীজের
নইলে সোনার বাংলা হয়ে যাবে ছাড়খার।
তাই প্রতিষ্ঠা করলে তুমি বিএডিসি, এসসিএ,
১৯৭৩ সাল, তোমার পদভারে ধন্য কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ।
 বজ্র কণ্ঠে ঘোষণা করলে তোমার অবদান,
‘আজ থেকে কৃষিবিদ তোরা ক্লাশ ওয়ান’।
তুমি বলেছিলে, ‘মান রাখিস তোরা আমার’
হে জাতির পিতা বঙ্গবন্ধু!
তোমার চির উন্নত শির, উঁচু রেখেছি বারবার।
আজ তাই তোমার সোনার বাংলায়
মাছ মাংস ভাতের নেই কোন হাহাকার।য়

বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রাপ্ত কৃষি সাংবাদিক, জেলা বীজ প্রত্যয়ন অফিসার (পিআরএল), এসসিএ, জামালপুর, মোবাইল : ০১৭১৮৭৩৯৮৫৫,
ই-মেইল ঃ
nomani1961@gmail.com