Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

কবিতা কৃষিকথা (আশ্বিন- ১৪২৭)

ইঁদুর নিধন অভিযান
হাবিবুর রহমান ভাবুক

ইঁদুর মারো চাষি ভাই ইঁদুর করো শেষ
ইঁদুর মুক্ত করতে হবে সবুজ বাংলাদেশ।
মেঠো ইঁদুর, গেছো ইঁদুর, গৃহের নেংটি ইঁদুর
ফল, ফসল, ঘরের ক্ষতি করছে কাশেম, নিধুর।
খিদের জ্বালায় নয়তো শুধু বাড়বে ছেদন দাঁত
তাই, মরার ভয়ে কাটুস কুটুস কাটছে দিবসরাত!
কাটছে কাঁথা, দলিল, পুঁথি, ইলেকট্রিকের তার
জামা, কাপড়, ধানের গোলা; সব কিছু সাবাড়।
বিয়ের রাতে টোপর টাকে রাখলো তাকে ঘ্যানা
ওমা! সকাল বেলায় টোপর কোথা? নষ্ট দাঁতে ত্যানা।
শস্যহানি নয়তো কেবল আরো বাড়ায় বেগ
দুষ্টু ইঁদুর সুস্থ দেহে ছড়ায় ব্যাধি প্লেগ।
ব্যর্থ কন্ট্রোল জানে না তো, বিধির কী খেয়াল,
প্রসব শেষে তিন দিবসে আবার গর্ভকাল!
রক্তবীজের বংশধর অসুর যে রকম
আস্ত হারামজাদা, হতভাগা র‌্যাট সে রকম।
বাঁশকল, যাঁতাকল বিষটোপ ফেলে
ইঁদুর মারুন একযোগে গর্তে পানি ঢেলে।
এক গুণ খায় আর দশ গুণ নষ্ট করে যারা
(সেই) ইঁদুর নিধন অভিযানে সক্কলে দাওসাড়া।
হ্যামিলনের বংশীবাদক গল্পে শুধু মানায়
ইঁদুর করবে দেশ ছাড়া সেই আলামত জানায়।
তোমার আমার হালাল খাদ্যে ডাকু নিশাচর
আর কতকাল ভাগ বসাবে? মার ওদের ধর।
ইঁদুর ধরো, ইঁদুর মারো সুস্থ পরিবেশ
ইঁদুর মুক্ত গড়তে হবে সোনার বাংলাদেশ।

 

ইঁদুর নিপাত
পরিমল কুমার সাহা

কাটুস কুটুস শব্দ শুনলে কেমন মনে হয়,
সামনে শাপায় কাটে ইঁদুর কোন ক্ষমা নয়।
কাঠ কাটে কাগজ কাটে, কাটে গোলার ধান,
ক্ষেতে কাটে লাউ কুমড়া সুখে ধরে গান।
গাছে উঠে নারকেল কেটে করছে পয়মাল,
দিন দুপুরে ঘরে বসে কাটে চাষির জাল।
খাদ্যভাÐার মানে হলো ইঁদুরের রাজধানী,
যত খায় বেশি নষ্ট করে আমরা সবাই জানি।
পোলট্রি শিল্পে করে ইঁদুর ব্যাপক অত্যাচার,
খামারিদের ক্ষতি বাড়ছে পোলট্রি খাচ্ছে মার।
গ্রাম শহরে সবখানে তার সমান অত্যাচার,
কেটে কুটে প্রমাণ করে দাঁতে কত ধার।
মাঠে ঘাটে মাটির গর্তে ইঁদুর করে বাস,
হাইওয়ে আর বেড়িবাঁধের করছে সর্র্বনাশ।
সারা দেশের নষ্ট করে কোটি কোটি টাকার ফসল,
গরিব কৃষক সহ্য করে ক্ষতির পুরা ধকল।
বসতবাড়ি দালান কোঠা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ,
গর্তের ভেতর পেতে রাখুন ইঁদুর মারা ফাঁদ।
ইঁদুর ছড়ায় প্লেগ জন্ডিস অনেক রকম রোগ,
সচেতন না হলে বাড়ে জন মানুষের দুর্ভোগ।
ইঁদুর ধরুন ইঁদুর মারুন ইঁদুর করুন শেষ,
সফল হবে কর্মসূচি বদলে যাবে দেশ।

* উপসহকারী কৃষি অফিসার (অবঃ), পি. সি. কলেজ বাগেরহাট, মোবাইল- ০১৭৩১-২৭৪৯৮৫২হোল্ডিং-১১৭, লোহারগেট, চেয়ারম্যানবাড়ি, বানিয়াখামার, খুলনা, মোবাইল : ০১৭৩১৩৬৬৬২৫, ই-মেইল :sahaparimaI857@gmail.com