Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

প্রশ্নোত্তর (আশ্বিন ১৪২৭)

প্রশ্নোত্তর
কৃষিবিদ মো. তৌফিক আরেফীন

কৃষিবিষয়ক
নিরাপদ ফসল উৎপাদনের জন্য আপনার ফসলের ক্ষতিকারক পোকা ও রোগ দমনে সমন্বিত বালাই ব্যবস্থাপনা অনুসরণ করুন।

 মো: আকবর আলী, গ্রাম: হরকাডাঙ্গা, উপজেলা: গোমস্তাপুর, জেলা: চাঁপাইনবাবগঞ্জ
প্রশ্ন: পেঁপে গাছের পাতা ও পেঁপেতে সাদা পাউডারের মতো আবরণ পড়েছে। এখন এ সমস্যা দূরীকরণে কী করব। জানালে উপকৃত হবো।
উত্তর:  পেঁপে গাছের এ ধরনের সমস্যা মিলিবাগ পোকা আক্রমণের ফলে হয়ে থাকে। পরবর্তীতে শুটি মোল্ড রোগের সৃষ্টি হয়। এজন্য আক্রমণের শুরুতেই পোকাসহ পাতা ও পেঁপে নষ্ট করে ফেলতে হবে। তারপরও যদি আক্রমণের মাত্রা বাড়তে থাকে তখন আপনি এডমায়ার ২০০ এমএল ০.২৫ মিলি ১ লিটার পানিতে মিশিয়ে প্রতি ১৫ দিন পরপর ২ থেকে ৩ বার সঠিক নিয়মে স্প্রে করবেন। আশা করি আপনার উল্লেখিত পেঁপে গাছের সমস্যা দূর হবে।
মোছাঃ রোকসানা ইয়াছমীন, গ্রাম: এলাইগা,  উপজেলা: পীরগঞ্জ, জেলা: ঠাকুরগাঁও
প্রশ্ন: ডালিম একটু বড় হলে গায়ে দাগপড়ে ও পরে পচে যায়। আর ডালিম পাকার আগেই ঝরে পড়ে। এ অবস্থায় কী করণীয়?
উত্তর: ছত্রাকজনিত রোগের কারণে এমনটি হয়ে থাকে। সাধারণত এ রোগটি বর্ষা কালে দেখা যায়। এ রোগের ফলে ডালিমের গায়ে হলুদ বা কালো দাগ পড়ে। এছাড়া ডালিম ফলের খোসা কুচকে যায় এবং পরবর্তীতে ডালিম ঝরে পড়ে। এ সমস্যা দূর করতে প্রতিলিটার পানিতে ১ গ্রাম কার্বেনডাজিম গ্রæপের যেমন অটোস্টিন মিশিয়ে ১০ দিন পর পর ৩ থেকে  ৪ বার ফলে ও গাছে ভালোভাবে স্প্রে করতে হবে। তাহলেই আপনি উপকার পাবেন।
মো. বদিউজ্জামান, গ্রাম: বেদের পুকুর, উপজেলা: কাহারোল, জেলা: দিনাজপুর
প্রশ্ন: করলার নিচের দিক থেকে শুকিয়ে যাচ্ছে। পরে পুরো করলা নষ্ট হয়ে যায়। কী করলে উপকার পাবো?
উত্তর: এ ধরনের সমস্যা সঠিক পরাগায়ন ও ফলের মাছি পোকার আক্রমণজনিত কারণে হয়ে থাকে। এ কারণে করলার পুরুষ ফুলের মাধ্যমে হাত পরাগায়নের ব্যবস্থা নিতে হবে। এক্ষেত্রে একটি পুরুষ ফুল দ্বারা কয়েকটি স্ত্রী ফুলকে পরাগায়িত করতে হবে। আর গাছে খেয়াল করতে হবে ফলের মাছি পোকার আক্রমণ হচ্ছে কিনা। যদি হয়, তবে ফেরোমোন ট্র্যাপ বা বিষ ফাঁদ ব্যবহার করতে হবে। সাইপারমেথ্রিন ১ মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করলেও ভালো ফল পাওয়া যায়। এসব ব্যবস্থা নিলে আপনি অবশ্যই উপকার পাবেন।
মোছাঃ শেফালী বেগম, গ্রাম: লখাইডাঙ্গা, উপজেলা: মণিরামপুর, জেলা: যশোর
প্রশ্ন:  তেজপাতা গাছের পাতায় ছোপ ছোপ দাগপড়ে। পরবর্তীতে পুরো পাতা বাদামি হয়ে শুকিয়ে যায়। কী করবো?
উত্তর: পেস্টালোসিয়া নামক ছত্রাকের আক্রমণে এমনটি হয়ে থাকে। এ রোগের নাম পাতা ঝলসানো রোগ। এ সমস্যা দূরকরতে প্রাথমিকভাবে ঝলসানো পাতা ও ডালগুলো কেটে ফেলে পুড়িয়ে ফেলতে হবে। এছাড়া সুষম সার প্রয়োগ করাও প্রয়োজন। আর রোগের প্রকোপ কমানোর জন্য কার্বেনডাজিম গ্রæপের অটোস্টিন ১ গ্রাম বা প্রপিকোনাজল গ্রæপের টিল্ট ০.৫ মিলি ১ লিটার পানিতে মিশিয়ে সঠিক নিয়মে ৭ থেকে ১০ দিন পর ২ থেকে ৩ বার স্প্রে করতে হবে। আশা করি সুফল পাবেন।
মো. আল আমিন, গ্রাম: তাম্বুলখানা, উপজেলা: ফরিদপুর সদর, জেলা: ফরিদপুর
প্রশ্ন:  খিরাগাছের পাতায় ছোট ছোট ছিদ্র ও পাতা কুঁকড়িয়ে যাচ্ছে। কী করণীয় ?
উত্তর: পাতা ছিদ্রকারী পোকার আক্রমণ হলে পাতায় ছোট ছোট ছিদ্র দেখা যায়। এ সমস্যা দূরীকরণে ম্যালাথিয়ন বা ফাইফানন জাতীয় কীটনাশক ২ মিলি ১ লিটার পানিতে মিশিয়ে সঠিকনিয়মে স্প্রে করতে হবে। আরপাতা কোঁকড়ানো প্রতিকারে এবামেকটিন গ্রæপের যেমন ভার্টিমেক বা ওমাইট ২ মিলি  ১ লিটার পানিতে মিশিয়ে ৭ থেকে ১০ দিন পর ২ থেকে ৩ বার পাতাতে স্প্রে করলে কোঁকড়ানো সমস্যা দূর হবে।
রাবেয়া বেগম, গ্রাম: দৌলতপুর, উপজেলা: নড়াইল সদর, জেলা: নড়াইল
প্রশ্ন: আক্রান্ত বীজ আখ চিড়লে ভেতরে লালচে বা কালচে রং দেখা যায় এবং ঘ্রাণ নিলে পাকা আনারসের মতো গন্ধ পাওয়া যায়। সমস্যা থেকে কিভাবে রেহাই পাবো?
উত্তর: আপনার উল্লেখিত সমস্যাকে আখের পাইন আপেল রোগ বলে। আরএটি ঈবৎধঃড়পুংঃরং ঢ়ধৎধফড়ীধ ছত্রাকের আক্রমণে হয়ে থাকে। সমস্যারোধে রোগমুক্ত জমির অনুমোদিত বীজ আখ ব্যবহার করা দরকার। এছাড়া রোপণের পূর্বে ব্যাভিস্টিন/নোইন নামক ছত্রাকনাশক দ্রবণে ৩০ মিনিট  কালবীজ শোধন (১ ভাগ ছত্রাকনাশক ঃ ১০০০ ভাগ পানি) এবং অধিক ভিজা বা অধিক শুকনা মাটিতে ও ঠান্ডা আবহাওয়ায় আখ রোপণ করা যাবে না। এসবের পাশাপাশি জমি ভাল ভাবে চাষ ও পানি নিস্কাশনের ব্যবস্থা সঠিক রাখাও প্রয়োজন। দ্রুত অঙ্কুরোদগম হয় এমন জাত নির্বাচন এবং অনুকূল আবহাওয়ায় আখ চাষ করাও রোগ থেকে বাঁচার উপায়। আর সব শেষে, বীজতলায় চারা তৈরি করে রোপা পদ্ধতিতে চাষ করলে আপনি উপকার পাবেন।
মৎস্য বিষয়ক
মো: আনছার আলী, গ্রাম: পিরোজপুর, উপজেলা:  দিনাজপুর সদর, জেলা: দিনাজপুর
প্রশ্ন: পুকুরে রেণুপোনা ছাড়া হয়েছে কীভাবে পরিচর্যা করবো?
উত্তর:  রেণু ছাড়ার ৫-৭ দিনের মধ্যে পুকুরে চট/গুজরি   জালটানায়াবে না। রেণু ভেসে উঠলে পানির ঝাপটা দিতে হবে। সম্ভব হলেন তুন পানি দিতে হবে। পুকুরের পানির রঙ লালচে সবুজ এবং সেকি ডিস্কের দৃশ্য মানতা ২০-৩০ সেন্টিমিটার এর মধ্যে থাকতে হবে। যে কোন ধরনের খাদ্য অত্যন্ত মিহি হতে হবে। পুকুরে হররা সূর্য উঠার ২-৩ ঘণ্টা পর টানতে হবে। মেঘলা দিনে সার ও খাদ্য দেয়া যাবে না। কুড়া ব্যবহার করলে তুষ পরিহার করতে হবে।
মোঃ আকতার হোসেন,  গ্রাম: সনগাঁও, উপজেলা: বালিয়াডাঙ্গি, জেলা: ঠাকুরগাঁও
প্রশ্ন: পাঙ্গাশ মাছের লালচে রোগ হয়েছে কি করবো?।
উত্তর: পাঙ্গাস মাছের লালচে রোগ দেখা দিলে যে সব বিষয় করণীয় তা হলো- কমপক্ষে ৫০ ভাগ পানি পরিবর্তন করে প্রতিশতকে ১ কেজি হারে চুন প্রয়োগ করতে হবে। এছাড়া হররা টেনে পুকুরের তলদেশের কাদার গ্যাস বের করে দিতে হবে। এসবের পাশাপাশি মাছের দেহের ওজনের হিসাবে ৫০ মিলিগ্রাম টেট্রা সাইক্লিন খাবারের সাথে  মিশিয়ে ৫-৭ দিন খাওয়াতে হবে। আর প্রতি শতকে ১০ গ্রাম হারে পটাশ ২ বার প্রয়োগ করলে এ সমস্যা দূর হবে।    
প্রাণিসম্পদ বিষয়ক
মোছাঃ রাহেলা খাতুন, গ্রাম: খাটুরিয়া, উপজেলা: গোবিন্দগঞ্জ, জেলা: গাইবান্ধা
প্রশ্ন: গরুর গা খসখসে এবং ঘা হচ্ছে। এ অবস্থায় কি করণীয়?
উত্তর: ইনজেকশন ভারমিক প্রতি ২৫ কেজি গরুর দেহের ওজনের জন্য ১সিসি ১বার চামড়ার নিচে পুশ করতে হবে। যদি সমস্যাটি বেশি হয় তবে ৭ দিন পর বুস্টার ডোজ আবারও  ১ বার দিতে হবে। এছাড়া ইনজেকশন অ্যাসটাভেট ১০০ কেজি গরুর দেহের ওজনের জন্য ৫সিসি. করে দৈনিক ১ বার ৩ থেকে ৫ দিন মাংসে পুশ করতে হবে এবং ইনজেকশন অ্যামক্সিভেট ১ ভায়েল করে রোজ ১বার ৩দিন মাংসে পুশ করতে হবে। এসব ব্যবস্থা নিলে আপনার গরুর সমস্যা দূর হয়ে যাবে।
মো. জয়নালউদ্দীন, গ্রাম: লক্ষীরপাড় উপজেলা: বিশ্বম্বপুর, জেলা: সুনামগঞ্জ
প্রশ্ন: হাঁস দাঁড়াতে পারছে না। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। পালকগুলো এলোমেলো হয়ে আছে এবং ঝিমাচ্ছে। কী করবো? পরামর্শ চাই।  
উত্তর: হাঁসের প্লেগ রোগ হয়েছে। এ রোগ প্রতিরোধে ৩ সপ্তাহ বা তার বেশি বয়সের সুস্থ হাঁসকে ডাকপ্লেগের ভ্যাকসিন দিতে হয়। তাহলে আপনি এ সমস্যা থেকে মুক্তি পাবেন। এ বিষয়ে বিস্তারিত পরামর্শ পাওয়ার জন্য সম্ভব হলে আপনার কাছের উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরে যোগাযোগ করতে পারেন। (মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক প্রশ্ন কৃষিকল সেন্টার হতে প্রাপ্ত)


উপপ্রধান তথ্য অফিসার, কৃষি তথ্য সার্ভিস, খামারবাড়ি, ফার্মগেট, ঢাকা-১২১৫ মোবাইল: ০১৭১১১১৬০৩২, ই-মেইল :taufiquedae25@gmail.com