ইঁদুর কথন
কৃষিবিদ সাবরিনা আফরোজ
শোনেন শোনেন দেশবাসী শোনেন দিয়া মন
ইঁদুরের কীর্তিকলাপ করিব বর্ণন।
চতুরতায় সেরা ইঁদুর সর্বজনে কয়
হালি ডজন বাচ্চা দেয়, না করিয়া ভয়।
কাটাকুটির খেলায় তারা অতিশয় পটু
বই কাপড় বিছানা বাদ রাখেনা কিছু।
কোটি কোটি মানুষের আহার নষ্ট করে
অনেক ফসল নষ্ট করে সারা জীবন ধরে।
প্লেগ, জন্ডিস, টাইফয়েড, জ্বর আমাশয়
আরো হয় নানা ব্যাধি, জীবনের সংশয়।
পশুপাখিও বাদ যায় না তাদের অত্যাচারে
শতপ্রকার রোগ জীবাণু বহন এরা করে।
রাস্তাঘাট, বাঁধের ইঁদুর মারা প্রয়োজন
সেচ নালার ইঁদুরও ক্ষতিকর, জানে প্রতিজন।
ঘরবাড়ি দোকানপাট হাঁস-মুরগির খামার
আমন ফসল, মাঠফসল ক্ষতি হয় সবার।
এসব থেকে রক্ষা পেতে ইঁদুর দমন কর
ফাঁদ হোক, বিষ হোক যে যেটা পার।
তীব্র বিষ, ক্রনিক বিষ, কিংবা গ্যাসবড়ি
বিষটোপও কাজে দেয় বলবে বাড়ি বাড়ি।
সারাদেশে মাসব্যাপী ইঁদুর দমন চলে
সবাই মিলে ইঁদুর মারি আসুন দলে দলে।
সবাই মিলে এক হয়ে মারলে ইঁদুর
লাভ হবে সকলের কষ্ট হবে দূর।
আঞ্চলিক কৃষি তথ্য অফিসার, কৃতসা, ঢাকা অঞ্চল, মোবাইল-০১৭১৫২৬৮৪০;