Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

কবিতা আশ্বিন-১৪২১

দুষ্টু ইঁদুর
মো. মাজেদুল ইসলাম*
 
দুষ্টু ইঁদুরের আছে এগারটি বংশ,
তারা মাঠের ফসল কেটে করে ধ্বংস।
ইঁদুরের সামনের দাঁত জন্ম থেকে বাড়ে,
কাটাকাটি ছেড়ে তাই থাকতে না পারে।
জন্ম হতে যৌবন পায় মাস তিন পর,
তারপর জোড়ায় জোড়ায় বাঁধে তারা ঘর।
গর্ভধারণ হয় প্রসবের পর দুই দিন,
প্রতিবারে বাচ্চা দেয় কমপক্ষে তিন।
ইঁদুরের শ্রবণশক্তি প্রখর যেমন,
ঘ্রাণশক্তি আছে তার প্রকট তেমন।
খায় যত, নষ্ট করে দশ গুণ তার,
প্রাণিকুলে নেই তার কোন উপকার।
সব জাতের ইঁদুর সাঁতরাতে পারে,
নেংটি ইঁদুর ঘরে ছুটাছুটি করে।
ইঁদুর খুব চালাক, নিশাচর কৃষ্টি,
দিনের বেলায় তাদের ক্ষীণ দৃষ্টি।

ইঁদুর মারার উপযুক্ত সময় বর্ষাকাল,
যখন পানিতে ভরে মাঠ-ঘাট আর খাল।
বিদ্যুতের তার কাটে, বাঁধ ভেঙে দেয়,
দুরারোগ্য রোগব্যাধি সমাজে ছড়ায়।
ফসল, ফল-মূল আর নষ্ট করে সবজি,
মারার জন্য শক্ত করি দু’হাতের কব্জি।

আমাদের ক্ষতি করে সর্ব অবস্থায়,
দুষ্টু ইঁদুর মারি আমরা মিলে সবায়।


উপকারী পান
মো. ফরিদুল ইসলাম*

নেশাজাতীয় দ্রব্য পরিচিত পান
ক্ষতিকর প্রভাব নেই আছে পুষ্টিমান।
ভিটামিনে ভরপুরে আছে পুষ্টি
তাজাপাতায় আছে উপাদান ২১টি।
‘এ’ আছে ‘সি’ আছে, আছে রাইবোফ্লেবিন
পানি আছে, চর্বি আছে, আছে থায়ামিন।
মিনারেল, ফাইবার আছে প্রোটিন
পাওয়া যায় লৌহ, শক্তি আর আয়োডিন।

তেল পাবো, ট্যানিন পাবো, পাবো ক্যালসিয়াম
পাবো নাইট্রোজেন, ফসফরাস আর পটাসিয়াম।
ক্লোরোফিল এবং আছে শর্করা
নিকোটনিক এসিডে পানপাতা ভরা।
পানের পাতায় আছে ঔষধি গুণ
পান খুব উপকারী তাই এবার জানুন।

পেট ফাঁপায় খাও যদি পান পাতার রস
খালি হবে পেট এ যে হজমের বস
রস করে পান পাতা কয়েকটি পিষে
খাও ১ চামচ মধু তার সাথে মিশে।
এভাবে খাও যদি পান পাতা
দূর হবে তোমার স্নায়ুবিক দুর্বলতা।
আঘাত পেয়ে যদি ক্ষত হয় তাতে
রস করে দিয়ে রাখো পান পাতা বেঁধে।
ক্ষতস্থানে কেউ যদি পান বেঁধে রয়
দুই দিনে তার উপশম হয়।

তামাক, মিষ্টি জর্দা, পানের মশলা অপকারী
সুপারি ও চুন দিয়ে পান খাওয়া তাই উপকারী।

* উপসহকারী কৃষি অফিসার, পাবনা সদর, পাবনা ** উপসহকারী কৃষি অফিসার, বরুড়া, কুমিল্লা।