Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

কবিতা (কৃষি ও কৃষকের পুথিঁ)

কৃষি ও কৃষকের পুঁথি
মো. মোশাররফ হোসেন*

শোনেন শোনেন সুধীজন শোনেন দিয়া মন
কৃষি ও কৃষকের কথা করিব বর্ণন।
মুসলমান সবাইকে জানাই সালাম,
হিন্দু ভাইদের প্রতি রইল প্রণাম।

শুনি গোয়াল ভরা ছিল গরু গোলা ভরা ধান,
পুকুর ভরা ছিল মাছ খাদ্য অফুরান।
সে সব অতীত কথা নেই সেই দিন,
জনসংখ্যার চাপে সব হয়েছে বিলীন।
দিনে দিনে বাড়ছে লোক কমছে জমাজমি,
তবু ফসলের ফলন ভাই যায়নি তো কমি।
কৃষিপ্রধান এই দেশ কৃষক তার প্রাণ,
ফসল ফলিয়ে মাঠে রাখছে অবদান।
কৃষকের শ্রম আর মোদের গবেষণা,
এই দুয়ে মিলে দেখি মোরা মাঠ ভরা সোনা।
নতুন নতুন জাত আর কলাকৌশল,
মাঠে তাই দেখি কেবল ফসল আর ফসল।

হাইব্রিড আর উফশী ধান চাষ করে চাষি
চালের অভাব তারা ঘুঁচায় বারো মাসই।
ধান গবেষণা দেয় নতুন ধানের জাত,
তিন বেলা তাই মোরা খেতে পাই ভাত।

কত শত শাকসবজি আর ফলমূল,
নয়ন জুড়ায় কত রকমারি ফুল,
কৃষি গবেষণা করে এসব উদ্ভাবন,
বৃদ্ধি করে কৃষকের আয়-উপার্জন।

এ কথা কারো আজ অজানা নয়,
মাটির স্বাস্থ্য ভালো হলে ভালো ফসল হয়,
মাটি ছাড়া হয় না ফসল জানেন সবাই,
এই মাটির উন্নয়ন করে এসআরডিআই।

রুই, কাতলা, তেলাপিয়া আরো কত মাছ,
কই, মাগুর, চিংড়ি, পুঁটি আর পাঙ্গাশ,
খামারেতে খামারি করে এসব চাষ,
তাই মাছের বাজারে মাছ পাই বারোমাস।

দুধ হলো স্বর্গ-সুধা জানেন সকলে,
আদর্শ পানীয় তাকে অনেকে বলে,
এই ডিম, দুধ, মাংসের কভু হবে না সংকট,
পাশে আছে আমাদের প্রাণিসম্পদ।

যদি পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে চাও,
বেশি বেশি করে গাছের চারা লাগাও,
সুজলা শ্যামলা মোদের এই বাংলাদেশ,
বন গবেষণা ঠিক রাখে এই পরিবেশ।

শীতের পিঠা বড় মজা চিনির প্রয়োজন,
ইক্ষু গবেষণা করে সেই চিনির আয়োজন।

বাংলাদেশের সোনার আঁশের বিশ্বজোড়া নাম,
অতীত কাল থেকে এর রয়েছে সুনাম,
একই গাছে খড়ি আঁশ দুই-ই আমরা পাই,
এই পাট নিয়ে কাজ করে বিজেআরআই।

যে তুলার বালিশে করো আরামে শয়ন,
না থাকলে হতো না তা তুলা উন্নয়ন।

সিল্কের কাপড় ভাই সবার প্রিয়,
তাই রেশম গবেষণার কথা স্মরণ রাখিও।

অনেকে জানি তাকে নাম তার বিনা,
বাংলায় সে পরমাণু কৃষি গবেষণা,
কৃষিতে পরমাণুর সফল ব্যবহার,
দিয়েছে নতুন নতুন ফসলের সম্ভার।

এই এগারোটি প্রতিষ্ঠান সদা সর্বক্ষণ,
কৃষির উন্নয়নে সদা নিবেদিত মন।
কৃষি অতি মহান পেশা তুচ্ছ করো নাকো,
কৃষক বাঁচলে দেশ বাঁচবে এটা মনে রেখো।
এই পর্যন্ত পুঁথি আমি শেষ করিলামÑ
সবাইকে জানাই আবার সালাম ও প্রণাম।।