Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

কবিতা ১৪২২ (কৃষিকথা)

 

নিম বিষয়ক কথকতা
কৃষিবিদ এ এইচ ইকবাল আহমেদ*

১.
টক ঝাল মিষ্টি কার কাছে না পছন্দ
কখনো নোনতা হলে অত্যন্ত উত্তম
তিক্ত স্বাদ কিংবা তিক্ত কথা একদম
তালিকার নিচে; ওতে নাই দ্বিধা দ্বন্দ্ব।

উভয়ের মাঝে তিক্ততা যখন বাড়ে
কথাচ্ছলে বলে ‘জন্মকালে দেয় নাই
মুখে কেউ মধু’ পিত্ত জ্বলা কথা তাই
এড়াতে অনেকে সরে পড়ে চুপিসারে॥

নিমরাজি হয়ে তবু লাজে কিছু বলা:
হেন উপকার নাই তিক্ত নিমগাছে
কবিরাজি আর বহুগুণ তার আছে
জানা চাই ওর গুণপনা ষোলোকলা।

হোক না দুর্নাম নিম তিক্ততার জন্য
ঘর গেরস্থালি কাজে তবু তা অনন্য॥

২.
নিপুণ দৃশ্যের স্নিগ্ধতা ছড়ায় নিম
পরিবেশ করে তোলে অনিন্দ সুন্দর
খরতাপে পোড়ে যখন বাহির অন্তর
তখন এ তরু ছায়ায় শান্তি অসীম।

যদিও তিতায় ভরা নিম গাছটায়
মশক উকুন আর যত জীবাণুর
নাশকারী গুণ তার শরীরে প্রচুর;
দন্তরোগ দূর হয় নিমের শাখায়॥

নিম ক্ষত কম্পজ্বর বসন্ত তাড়ায়
গোলাঘর রয় ভালো শুকনা গুঁড়ায়
ফসল সামালে ব্যাধির ধকল খৈলে।

আঁধারে প্রদীপ আলো দেয় নিম তৈলে
পিছলকরণে চলে ঢেকি ঘানি চাকা
গ্রামে গঞ্জে নিম তাই স্বার্থে বেঁচে থাকা॥
৩.
যতখানি জানি নিম ইতিহাস পাঠে
যুগ যুগ ধরে তার বাস ভূভারতে।
জগন্নাথ গড়া হয় কৃষ্ণনিম কাঠে
সুভদ্রা রক্তিমে বলরামের শুভ্রতে।

নিমতলে জন্ম নেন চৈতন্য নিমাই
মিষ্টভাষে খ্যাত ওই গৌরঙ্গ বেষ্ণব।
এমন বিচিত্র কথা লোকমুখে পাই
ধর্মকর্মে নিমগাছ হয়েছে বান্ধব॥

নিমাই কল্যাণে পাই নতুন জগত
বৈষ্ণব সাহিত্য তার মেলেছে পাখা
ভানুসিংহ রচে তাই কাব্য পদাবলি।

নানাজন হতে আসে ভিন্ন ভিন্ন মত
যেমন মেলছে নিম চারিদিকে শাখা
ভক্তিরস দেয় তিক্তরে জলাঞ্জলি॥

৪.
আরাফাত ময়দান তার আশ পাশ
শাখা মেলে ছায়া দেয় সিøগ্ধ নিমগাছ।
খরতাপে উষ্ণ হলে দুপুর বেলায়
হাজিগণ তৃপ্ত হন নিমের তলায়।

মুসল্লির কাছে প্রিয় নিমের দাঁতন
ওজুর প্রারম্ভে ঘষে মনের মতন।
শরীরে রোগের জন্য নিমেমেশা পানি
দুদ- আরাম দিয়ে নাশে চুলকানি॥

আমাদের চারপাশে যত গাছ আছে
এমন পরম বন্ধু তুচ্ছ তার কাছে।
ধর্ম বর্ণ নির্বিশেষে জনপ্রিয়তায়
দ্রব্যগুণে নিম রয় সবার মাথায়।

মহতি কল্যাণ নিত্য যার কাছে পাই
বিধাতার দান তার গুণ বলে যাই॥

*পরিচালক (অব.), বীজ প্রত্যয়ন এজেন্সি। মোবাইল : ০১৫৫৮৩০১৯০৮