Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সম্পাদকীয় মাঘ ১৪২২

নিম। ছোট্ট একটি নাম। নাম ছোট হলেও গুণে সমৃদ্ধ। ভেষজ গুণে গুণান্বিত এ গাছের রয়েছে পরিবেশ বিশেষ করে বাতাস বিশুদ্ধ ও ঠাণ্ডা রাখার গুণাবলি। এ কারণে প্রত্যেক বসতবাড়িতে, মানুষের চলাচলের পথের পাশে, মরুর দেশে নিমগাছ থাকা বাঞ্ছনীয়। নিম মানুষের বিভিন্ন রোগবালাইয়ে যেমন উপকারী তেমনি ফসলের রোগবালাই ও পোকামাকড় দমনের জন্যও উপকারী। বীজ সংরক্ষণের ক্ষেত্রে নিমপাতার ভূমিকা অতুলনীয়। নিমের ফুল, ফল, পাতা, ছাল, শিকড় সবই ওষুধিগুণে ভরা। এ ছাড়া নিমের কাঠ ঘরের খুঁটি, চেয়ার ও টেবিল প্রভৃতি আসবাবপত্র নির্মাণ করার জন্য খুবই উপযোগী। শুধু ভেষজ গুণই নয়, কণ্টকবিহীন এ বৃক্ষটির শাখা ও পত্রবিন্যাস অত্যন্ত মনোমুগ্ধকর। প্রাকৃতিক শোভাবর্ধনকারী এ বৃক্ষটি শহর অঞ্চলের জন্য খুবই উপযোগী। নিমের বহুবিধ  গুণাগুণের কথা বিবেচনা করেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিমকে ‘একুশ শতকের বৃক্ষ’ বলে ঘোষণা করেছে। বিশ্ব পরিবেশ বিপর্যয় রোধে নিমগাছ অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করতে পারে। নিম এমনই একটি বৃক্ষ যা পৃথিবীর সর্বত্রই জন্মাতে পারে। নিমের এহেন গুণের কথা বিবেচনা করে প্রত্যেককেই বেশি করে নিমের চারা রোপণ করা উচিত।


প্রিয় চাষি ভাইয়েরা, আপনারা জানেন বাংলাদেশ ইতোমধ্যেই দানাদার খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। অন্যান্য ফসল ও সম্পদেও স্বয়ংসম্পূর্ণতা অর্জনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আশার কথা, মিঠাপানির মৎস্য উৎপাদনে বাংলাদেশ বিশ্বে পঞ্চম স্থান লাভ করেছে। এ অবস্থার আরো উন্নয়নের লক্ষ্যে সরকার মিঠাপানির মৎস্য এবং সামুদ্রিক মৎস্যসম্পদ আহরণের মাত্রা বৃদ্ধির কর্মসূচি গ্রহণ করেছে। একটি বিষয় উল্লেখ্য যে, এ বছর জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ‘ভাসমান পদ্ধতিতে সবজি চাষ’ প্রযুক্তিকে ‘বিশ্ব গুরুত্বপূর্ণ কৃষি ঐতিহ্য পদ্ধতি (জিআইএএইচএস) হিসেবে মনোনীত করেছে। এ ছাড়া আর একটি উৎসাহব্যঞ্জক বিষয় হলো কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে এ বছরই প্রথম তিন দিনব্যাপী ‘জাতীয় সবজি মেলা’ উদযাপন করা হচ্ছে। দানাদার খাদ্য ফসলের পাশাপাশি হরেক রকম শাকসবজি উৎপাদন ও গ্রহণের মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনই সবজি মেলার মূল উদ্দেশ্য। কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগ সফল করতে এবং নিজেদের খাদ্য ও পুষ্টির জোগান নিশ্চিত করতে আসুন সম্মিলিতভাবে প্রচেষ্টা চালাই, দেশকে আরো সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাই।