Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

কবিতা (শ্রাবণ-১৪২২)

বৃক্ষ রোপণ করি
আবুল হোসেন আজাদ*

বাড়ির সামনে উঠোন কোণে আনাচ কানাচ ভরি,
আর দেরি নয় এসো সবাই বৃক্ষ রোপণ করি।
ফলদ বনজ ঔষধি গাছ লাগাই নিজ হাতে
ঘেরা বেড়া দিয়ে রাখি নষ্ট না হয় যাতে।
বৃক্ষ দেবে কাঠ ফল ওষুধ অক্সিজেনও দেবে।
আমাদের ত্যাগ করা শেষে কার্বনডাইঅক্সাইড নেবে।
এই বৃক্ষই বড় হলে আসলে বিপদ ঘাড়ে,
বিক্রি করে আসবে টাকা লাগবে উপকারে।
তারই সবুজ শ্যামলিমায় ভরবে বাংলাদেশ,
চারিপাশে উঠবে গড়ে সুস্থ পরিবেশ।
ডালে ডালে গাইবে পাখি বাঁধবে তাদের বাসা
ঠেকাবে সে ঝড়ঝাপটা যখন সর্বনাশা।
আলসেমিটা ঝেড়ে ফেলে আজই ক’টি চারা
লাগিয়ে দিই ফাঁকা স্থানে মনে করে তাড়া।
পরিবেশের ভারসাম্যটা গাছই রক্ষা করে,
দেবে ছায়া শীতল বাতাস প্রাণটা সবার ভরে॥

 

গাছেই ধন

কৃষিবিদ একেএম এনামুল হক**

গাছ রোপণে সঠিকভাবে যত্ন করে যাবে,
হারিয়ে যাওয়া ধনটুকু গাছ থেকেই পাবে।

গাছ মোদের অর্থের খনি সবাই খেয়াল করি,
চল মোরা গাছ লাগিয়ে সোনার বাংলা গড়ি।

গাছকে যদি সন্তানের মতো যত্ন করে যাই,
অন্য কাজে হেরে গেলেও গাছ দিবে ঠাঁই।

গাছ হলো বড় সম্পদ কোন ভয় নাই,
সকল কাজে ব্যর্থ হলেও গাছে লাভ পাই।

গাছ মানুষের উপকারী বন্ধু জীবন চলার পথে,
ভালোবাসা দিয়ে গড়ে নাও সুখ দুঃখের সাথে।
গাছ যখন শিশু বেলায় জন্মায় মাটির বুকে,
সবাই চলো আদর দিয়ে জড়িয়ে নেই বুকে।

গাছ তাপ কমিয়ে মোদের ছায়ায় রাখে,
গাছ কত বড় বন্ধু একবার ভেবে দেখ।

গাছ দেশের সম্পদ, টাকা ফলে থাকে,
সুন্দরভাবে বরণ করি অন্য কাজের ফাঁকে।

 

সোনার মাটি
নাহিদ বিন রফিক***

শহীদ গাজীর পূণ্যভূমি
সোনার মাটি সোনার দেশ
বেজায় ফলন দিচ্ছ তুমি
সম্ভাবনার নেইকো শেষ।
ফল-বনায়ন হচ্ছে কেবল
আশেপাশে, বনে বনে
মাছ, মুরগি, গাভী নিয়ে
মহাব্যস্ত জনে জনে।
ঘর-উঠোনে কাজ পড়েছে
কৃষাণীরা নেইতো বসে
চতুর কাজের ফাঁকে ফাঁকে
শাড়ি, চুড়ি বায়না কষে।
সব ফসলের হচ্ছে চাষ
মাঠের পরে মাঠ
পণ্য বিকে অর্থ পেলে
গরম হবে হাট॥

* শিশু সাহিত্যিক, গ্রাম-বেচনা, পো-শাঁখরা কোমরপুর, জেলা-সাতক্ষীরা, মোবাইল : ০১৭১৫৪৬৭৪৭৫;
** অবসরপ্রাপ্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদফতর, মোবাইল : ০১৯১৬৯৩৩০৫৯;
*** টেকনিক্যাল পার্টিসিপেন্ট, কৃষি তথ্য সার্ভিস, বরিশাল।