Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

কবিতা (ফলের কথামালা)


কৃষিবিদ এ এইচ ইকবাল আহমেদ*
ক.
কাঁঠাল পেয়ারা কুল আতা বেল আম
খেজুর শরিফা কলা লিচু পেঁপে জাম
তরমুজ আনারস জামরুল গাব
ডালিম আমড়া তাল নারিকেল ডাব।

ডেউয়া বেতস লেবু মালটা ডুমুর
অড়বরই সফেদা চালতা আঙ্গুর
লটকন জলপাই কমলা আমড়া
করমচা কদবেল ফলসা জাম্বুরা।

বহেরা, চুকুর ফুটি বৈঁচি আমলকী
আলুবোখারা মাখনা পিচ হরিতকি
অ্যাভোকাডো নাশপাতি কাজু পানিফল
তেঁতুল বিলিম্বি কাউ কদ শানতোল
কামরাঙা চাপালিশ তুঁত লুকলুকি
শালুকসহ নানান ফল দেয় উঁকি॥

খ.
পুষ্টিগুণে ভরা ফল স্বর্গের আহার
পৃথিবীর বড় ফল কাঁঠাল এদেশে
জাতীয় ফলের মান পেয়েছে অক্লেশে
ফল বিচি খোসা ভুতি ফেলা নয় তার।

ভিটামিন মিনারেল ফলে থাকে ঠাঁসা
কোন ফলে থাকে স্নেহ কোনটাতে আঁশ
কোনটায় পানি ভরা পেকে গেলে শাঁস
খাবারে ফলের স্থিতি স্বাস্থ্য হয় খাসা।

ফল খেয়ে জল পান স্বাস্থ্য করে নাশ
ফল খেলে বল পায় রোগী বা সবলে
ধন্বন্তরী অনুপান ভরা থাকে ফলে
স্বর্গ কি মর্তের শোভা যত ফল গাছ।
পরিবেশ অক্সিজেন রকমারি কাজে
ফল গাছ তাই চাই আমাদের মাঝে॥
গ.
আম গাছ আমাদের জাতীয় উদ্ভিদ
ফলের রানী আমের হাজার ধরন
স্বাদে গন্ধে রূপে করে হৃদয় হরণ
এ ফলের ব্যবহার আছে নানাবিধ।

ইতিহাস হয়ে আছে আম আমাদের
স্বাধীনতা ডুবেছিল পলাশি কাননে
বাহান্নতে আমতলা ভাষা আন্দোলনে
মুজিবনগরে তারে ছিনে আনি ফের।

কাঁচা পাকা আম দিয়ে হয় নানা পদ
গরমে আমের টক জুড়ায় পরাণ
টসটসে পাকা আমে মনহারি ঘ্রাণ
আমাদের জন্য আম অমূল্য সম্পদ।
আমের আদিমভূমি আমাদের দেশ
আম নিয়ে কথামালা তাই যে অশেষ॥

ঘ.
আষাঢ়ে বর্ষার শুরু বারিধারা ঝরে
প্রকৃতি শীতল হয় উষ্ণতার পরে।
নরোম মাটিতে স্নেহে রোপে ছোট চারা
একটি খুঁটিতে তারে রাখা চাই খাড়া।

ঘের বেড়া দিতে হবে চারা রোপা হলে
পশু ও মানুষ তারে যেনবা না দলে
অনেকের অকারণ স্বভাব রয়েছে
আগা টেনে ছিঁড়ে এনে ছুঁড়ে ফেলে হেসে।

স্বর্গ ভরা ফল গাছ স্নিগ্ধ পরিমলে
নরক উষ্ণতা ভরা বৃক্ষদাবানলে।
ফলের মধুর রসে মুগ্ধ থাকে মন
সুস্থ ও স্বাস্থ্যের জন্য তাই তা আপন।
ফল তাই প্রিয়তর সকল ধর্মের
ঋষিদের ফল চাই পবিত্র কর্মের॥
*পরিচালক (অব.), বীজ প্রত্যয়ন এজেন্সী, কৃষি মন্ত্রণালয়। সেল : ০১৫৫৮৩০১৯০৮। 01558301908| ahiqbal.ahmed@yahoo.com