Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

কবিতা ১৪২৪

দুর্যোগে আমরা নিঃস্বার্থ অন্তহীন
মো. বাবর আলী সরদার*

আমরা বিনা স্বার্থে কাজ করে যাই জনকল্যাণে
কারও যেন হয় না ক্ষতি জলবায়ুর দূষণে
বিনা স্বার্থে কাজ করে যাই জনকল্যাণে॥
যেমন বন্যা আরও ঝড় ভাঙে সুখের বসতঘর
কারও আবার নেয় ভাসিয়ে সোনার সংসার
কারও আবার অঙ্গহানি বাঁচেনা কেউ পরাণে
আমরা বিনা স্বার্থে কাজ করে যাই জনকল্যাণে॥
যেমন বানের পানি আমরা সকলে জানি
হঠাৎ এসে মরণ পথে দেয়া হাতছানি
তাদের করতে উদ্ধার ভয় করি না মরণে
আমরা বিনা স্বার্থে কাজ করে যাই জনকল্যাণে॥
পেলে আবার হাওয়ার খবর তা হয় যদি জবর
পৌঁছিয়ে দেই তাড়াতাড়ি সবার ওপর
নিরাপদে থাকে যেন এলাকার জনগণ
আমরা বিনা স্বার্থে কাজ করে যাই জনকল্যাণে॥
থাকলে সাইক্লোন সেন্টার সেখানে যেতে হবে সত্তর
সহযোগিতা আমরা করি বেঁচে থাকবার
ভেসে যাওয়া কত মানুষ ডুবলেও কেহ গহিনে
আমরা বিনা স্বার্থে কাজ করে যাই জনকল্যাণে॥
যত ছাগল গরুর দল সকল হাঁস মুরগির পাল
আরও কত পশুপাখি মার যাওয়ার কল
উঁচু যায়গায় রাখি তাদের  বাঁচে যেন পরাণে
আমরা বিনা স্বার্থে কাজ করে যাই জনকল্যাণে॥
বিপদ যখন এসে যায় আমরা এমন সময়
উপকারে এগিয়ে আসি যারা অসহায়
ভয় করি না বিপদ বাধা তাদের জীবন বাঁচনে
যেমন সুপেয় পানি আমরা দূর থেকে আনি
খাওয়াই তাদের হয় না যেন কারও  প্রাণহানি
তারই সাথে শুকনা  খাবার পৌঁছিয়ে দেই সেখানে
আমরা বিনা স্বার্থে কাজ করে যাই জনকল্যাণে॥
সাথে ওষুধ ও পথ্য দিতে থাকি যে ব্যস্ত
আমাদের কাজ অসুস্থদের করতে সুস্থ্য
যার যেখানে অসুবিধা পৌঁছে যাই সেখানে
আমরা বিনা স্বার্থে কাজ করে যাই জনকল্যাণে॥
আমরা এমন বাধাহীন দুর্যোগ চলে যে কয়দিন
যতই কষ্ট হোক না মোদের হয়ে উদাসীন
সব সময় ব্যস্ত থাকি বিপদ রক্ষার কারণে
আমরা বিনা স্বার্থে কাজ করে যাই জনকল্যাণে॥
মোদের চাওয়ার কিছুই নাই শুধু খেদমত করতে চাই
সবার কাছে এগিয়ে যাবার দোয়া যেন পাই
ইচ্ছা থাকলে সাথে আসতে পারেন সৎমনে
আমরা বিনা স্বার্থে কাজ করে যাই জনকল্যাণে॥
কারও যেন হয় না ক্ষতি  জল বায়ুর দূষণে...॥
আমরা বিনা স্বার্থে কাজ করে যাই জনকল্যাণে॥

আধুনিক কৃষির সার কথা
ইফতি মোহাম্মদ হিসাম**

আমরা নবীন আমরা প্রবীণ কৃষি কাজের মূল
ফসল ফলিয়ে গোলা ভরে বাড়াবো সমৃদ্ধির কুল
কৃষি কাজে হিম্মত লাগে আরও লাগে বল
বীজ সার সেচ যতœ ব্যবহারে আধুনিক কল
সময় মতো সব কাজ কৃষির আসল কাজ
বেশি ফলন বেশি লাভ সাজবে নতুন সাজ
ভৌগলিক কারণে বালাই আক্রমণ হয় কৃষিতে বেশি
শীত গ্রীষ্ম সারা বছর আইপিএম বিষমুক্ত দেশি
ভালো মানের বীজ দিও সুষম মাত্রায় সার
নিশ্চিত ফলন আসবে ঘরে লাভজনক কারবার
এদেশেতে কৃষি ছাড়া অন্য কাজে গতি নাইরে আর
কৃষি কাজে সুফল আসে অন্য খাতে হবে ছারখার
সময় মতো রোপণ করো সময়মতো কাটো
যতœ আত্তি সেবা করতে আধুনিক কৃষির পথে হাটো
উন্নয়ন কর্মী বিশেষজ্ঞ আছেন সবার পাশে
সময়মতো চাহিদামাফিক পরামর্শ পাবেন তাদের কাছে
বেশি করে শাকসবজি চাষ করতে হবে
পরিকল্পিত চাষাবাদ গ্রহণ পুষ্টি সমৃদ্ধ তবে
রোদের দিনে কেটে কুটে শুকিয়ে ঝাড়ার পর
ঠা-া করে বীজপাত্রে রাখবে গোলাঘর
কৃষি হলো উন্নয়নের মূল চাবিকাঠি
বাংলার কৃষক বাংলার মাটি সোনার চেয়েও খাঁটি
সবাই মিলে নিবেদিত কাজের নেইকো শেষ
কৃষি দিয়ে গড়বো মোরা সোনার বাংলার দেশ...।

*গ্রাম+ডাক-তারালী, উপজেলা-কালীগঞ্জ, জিলা-সাতক্ষীরা; ** হাউজিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা