ইঁদুর নিধন
পরিমল কুমার সাহা১
বোকার ফসল ইঁদুরে খায় ধারণা নয় মিছে,
গর্ত করে থাকে ইঁদুর ধানের গোলার নিচে।
মাঠে ঘাটে বন বাদাড়ে অবাধ বিচরণ,
গ্রাম শহর রাস্তা ঘাটে চলে অনুক্ষণ।
মেঠো ইঁদুর নষ্ট করে ক্ষেতের পাকা ফসল,
গরিব কৃষক সহ্য করে ক্ষতির পুরা ধকল।
যতটুকু খায় ইঁদুর দশগুণ নষ্ট করে
এমন তথ্য পাওয়া যাবে সব কৃষকের ঘরে।
মাথার ঘাম পায়ে ফেলে কৃষক ফলায় ধান,
গর্তে বসে মনের সুখে ইঁদুর ধরে গান।
বিনা চাষে ঘরে বসে অনেক ফসল পাব,
পুত্র-কন্যা সবাই মিলে বছর ধরে খাব।
অবাক হবেন শুনলে ভাই এদের জন্ম হার,
জোড়া ইঁদুর জন্ম দেয় প্রায় তিন হাজার।
বসত বাড়ি দালান কোঠা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ,
গর্তের ভেতর তৈরি করেন ইঁদুর মারা ফাঁদ।
ইঁদুর ছড়ায় প্লেগ জন্ডিস নানা রকম রোগ,
অসচেতন হলে বাড়ে, জন মানুষের দুর্ভোগ।
ইঁদুর ধরুন ইঁদুর মারুন, ইঁদুর করুন শেষ,
বদলে যাবে গ্রাম শহর সারা বাংলাদেশ।
প্রতি বছর নষ্ট করে কোটি টাকার ফসল,
ইঁদুর মেরে কর্মসূচি করতে হবে সফল।
ইঁদুর নিধন সফল হলে মুক্ত হবে দেশ,
বদলে যাবে অর্থনীতি বিশ্ব পরিবেশ।
আশ্বিনের সর্বনাশা ইঁদুর
মো. জুন্নুন আলী প্রামাণিক২
ইঁদুরের ভীষণ ক্ষতি আশ্বিনের আমন ক্ষেতে,
লম্বালম্বি গর্তের বাসা কাটাকাটি ধারালো দাঁতে।
কাত্তরানো কষ্টের জ্বালা উপেক্ষিত উন্মুক্ত চোখে,
নিষ্ঠুরতা প্রকাশ ঘটে পৈশাচিক আনন্দ মুখে।
দিবারাত্রি কাটার ফাঁকে কামরায় আরাম করে,
শীষগুলি বাসায় আনে সাড়াশব্দে লুকায় জোরে।
সেবাযত্নে আদর করা আমনের ক্ষেতের মাঝে,
অবুঝের আসর বসে সর্বনাশা ক্ষতির কাজে।
পাকাকাঁচা বুঝে না কিছু কুটকুট কাটার নেশা,
কৃষকের কষ্টের ক্ষেতে ভাবনার করুণ দশা।
সুচতুর আজব প্রাণী দলেবলে চালায় কর্ম,
একগুঁয়ে স্বভাব ভারী নিকৃষ্টের এমন ধর্ম।
বংশের বিস্তার দ্রুত ভবিষ্যৎ চিন্তায় মগ্ন,
ডানেবামে গর্তের কক্ষে বাচ্চাসহ কাটায় লগ্ন।
ইঁদুরের দমন নিয়ে কৃষকের ভাবনা অতি,
সারাদিন উদ্বিগ্ন প্রাণে প্রচেষ্টায় নতুন গতি।
আবিষ্কৃত যান্ত্রিক ফাঁদে ইঁদুরেরা আটকা পরে,
বিষটোপ রাখলে গর্তে তাড়াতাড়ি আহারে মরে।
বড়সাপ থাকলে মাঠে পটাপট ইঁদুর ধরে,
ভয়ানক ছুটার তালে পলায়ন চাষির ঘরে।
বিড়ালেরা ইঁদুর দেখে তামাশায় কামড় মারে।
তপস্যায় নিমগ্ন হয়ে অবশেষে আহার করে।
বাজপাখি চিলেরা ধরে বৃক্ষশাখে বসিয়ে খায়,
কৃষকের নজরে পরে ইঁদুরের শুধুই ভয়।
আশ্বিনের শুকনো ক্ষেতে আরামের আবাস গড়ে,
জলমগ্ন করলে গর্ত নিরুপায় ইঁদুর মরে।
১৪৪ সবুজ বাগ লেন, মিস্ত্ররী পাড়া, খুলনা, মোবাইল : ০১৭৩১৩৬৬২৫; ২গ্রাম : বিদ্যাবাগীশ, ডাকঘর ও উপজেলা : ফুলবাড়ী, জেলা : কুড়িগ্রাম; মোবাইল : ০১৭৩৫২০২৭৯৮