Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

কবিতা ( শ্রাবণ ১৪২৫)

ফিরে যেতে ইচ্ছে করে

অ্যাডভোকেট মনিন্দ্র নাথ সিংহ*

আমার ফিরে যেতে ইচ্ছে করে সেই কৈশোর-শৈশবে,
পাখি-ডাকা ভোরে উঠা আম কুড়াতে যবে।
ছুটির দিনে দুপুর বেলা পাখির বাসা হাতে,
বেত কাটাতে রক্ত ঝড়া ফলের ঝোপা নিতে।

*ফিরে যেতে ইচ্ছে করে নিয়ে সেই সব সাথী,
মাছ ধরতে ছোট্ট খাদে কাদার বাঁধন গাঁথী।
ঘুড়ি উড়ান সাঁতার কাটা যাত্রা দেখতে যাওয়া,
কুল-নারিকেল কলার কাঁদি চুরি করে খাওয়া।

*ফিরে যেতে ইচ্ছে করে সেই বিকেলের দিনে,
কানামাছি গোল্লাছুট আর মার্বেল গুনে গুনে।
শীতের দিনে সকাল বেলা মিষ্টি রোদে বসে,
পাটিসাপটা পুলি পিঠা খেতে খেজুর রসে।

*ফিরে যেতে ইচ্ছে করে চাঁদনী রাতে বসে,
জুজু বুড়ির গল্প শুনি মায়ের আঁচল ঘেঁষে।
মেঠো পথে শিশির ভেজা সবুজ ঘাসে পা,
 ডেকে বলছে খেলার সাথী একটু খেলে যা।

*ইচ্ছে করে বায়না ধরে বাবার বকুনি খাওয়া,
মায়ের আদর সোহাগ পেয়ে সকল ভুলে যাওয়া।
ভর দুপুরে ঘুঘু ডাকে দোয়েল নাচে ডালে,
শালিক চড়–ইর কিচিরমিচির কুহু রব কোকিলে।

*ফিরে ইচ্ছে করে শ্যামল মাটির গাঁয়
 নৌকা ¯্রােতে ভাসিয়ে মাঝি ভাটিয়ালী গায়।
পাকা ধানে বয়ে যাওয়া মৃদু মন্দ হাওয়া
সোনার কোমল পরশ পেয়ে সুখে নিদ্রা যাওয়া।

 

বৃক্ষকুলের ও কৃষকের স্বগতোক্তি

কৃষিবিদ আবু হেনা ইকবাল আহমেদ**
বৃক্ষকুলের স্বগতোক্তি


তোমার অনেক আগে এসছি ধরায়
আমার অনেক ঋণ পৃথিবী গড়ায়
সূর্যের রশ্মিকে রোজ খাবার বানাই
প্রাণিরে যোগাই খাদ্য আর নিজে খাই।

ধরণি শীতল রাখি শ্যামল সবুজ
করি না এমন কাজ, যা করো অবুজ
তোমার বায়ু দূষণ করে দেই সাফ
আমারে ধ্বংসে তোমার নাই মনোস্তাপ।

মেহিনী শ্যামল রূপে সাজাই  ভুবন
বাহারি ফসলে ভরি তোমার অঙ্গন
তোমার হাজার কাজ নীরবে মিটাই
পারি না থামাতে তবু অফুরন্ত খাঁই।

কৃতকর্মে আমাদের  চাই  এ স্বীকৃতি
আয়ুটারে দীর্ঘ করে বাঁচাও প্রকৃতি।

 

কৃষকের স্বগতোক্তি
খেতে হয় ভাত খাই যতটুকু চাই
ক্যালরি মাপি না ওর, স্বাদে যতো খাই।
পেটভরা খানা চাই করি না বিচার
কতোটুকু খেয়েছি যে মূল্য কতো তার।

জমিতে লাঙ্গল দেই ফলাই ফসল
তৃষ্ণাতে ফাটলে জমি ছেনে দেই জল।
যখন ফসল হাসে বুক ভরে যায়
কিনে আনি কত কিছু সংসার যা চায়।

মূল্যমান যেচে নিয়ে করি না আবাদ
কিছু তার বেচে ঘরে আনি দু’টা টাকা।
টানাপোড়েনের মাঝে দেই শখ বাদ
যার জন্য খাটি; সেতো সুখ ধরে রাখা।

টাকার মূল্যের বুঝ করিনি কখনো
লাভ ক্ষতি মেনে নেই, ভাবি না তা কোনো ॥

*১৪৭/কে, পূর্ব রাজাবাজার, ফার্মগেট, ঢাকা-১২১৫, মোবা. ০১৮২২২০৪৪০৫; **পরিচালক (অব.), বীজ প্রত্যয়ন এজেন্সী, কৃষি মন্ত্রণালয়। সেল ০১৬১৪৪৪৬১১১,  <ahiqbal.ahmed@yahoo.com>