Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

কবিতা (আষাঢ় ১৪২৬)

ফলের রসে মিষ্টিমুখ
মো: জুন্নুন আলী প্রামাণিক১

জ্যৈষ্ঠের ফলে ভরপুর গাছ মৌসুমের কৃপা বলে,
সুবাস ভারী মানুষের ভিড়ে সুখবর, দিতে চলে।
অনেক জাতে অফুরন্ত ফল সৌন্দর্যের নেই শেষ,
আকৃষ্ট প্রাণে সুদিনের দোলা নানাফলে ভরা দেশ।
আমের নানা আকারের মাঝে প্রকারের নাম বেশি,
সুন্দর রূপে পুষ্টতার দৃশ্য আহারের কালে খুশি।
স্বাদের কথা সকলের জানা তৃপিকর পাকা আম,
বিশুদ্ধ ফলে রোগব্যাধি নাই গুণাগুণে ন্যায্য দাম।
গাছের পাকা কাঁঠালের বাসে মুখরিত হয় মন,
আজব পাতা দিবারাত নড়ে ভরপুর সাড়া বন।
ফলের মাসে নানাফল হাসে রূপেগুণে অতি সেরা,
বাড়ির গাছে গাছপাকা ফল ফুলেফলে বাড়ি ঘেরা।
পেয়ারা পেঁপে নারিকেল কলা জলপাই বেল তাল,
ডালিম লিচু আমলকী আতা ফলভারে কষ্টে ডাল।
আমড়া জাম তরমুজ বাঙ্গি সুগন্ধের থলে খোলে,
আকৃষ্ট করে মানুষের মন সেবাদানে গাছে ঝোলে।
জাম্বির লেবু আনারসে রস মিষ্টিমুখে চাষি হাসে,
যুগের শ্রোতে আজকের দিনে আগেকার স্মৃতি ভাসে।
মৌসুম শেষে মৌসুমের যাত্রা কতরূপ ফুলে ফলে,
ফুলের গন্ধে পরিপুষ্ট প্রাণ সুস্থতায় হেঁটে চলে।
সৃষ্টির সুখে ফুলফল শোভে শান্তিময় ছবি আঁকে,
বিচিত্র স্বাদে পরিপূর্ণ মুখ রুচিময় ফল দেখে।
উজাড় হচ্ছে ফলবান গাছ প্রকৃতির বুক থেকে,
রোপণ করা দরকার অতি অবহেলা দূরে রেখে।
মানুষ খায় পশুপাখি খায় সকলের প্রিয় ফল,
পুষ্টিতে ভরে প্রাণবন্ত দেহ রোগেশোকে পায় বল।

বৃক্ষ মেলার জারি
মো: মাজাহারুল ইসলাম২
শুনেন শুনেন দেশবাসী, শুনেন বলি সবজনা
বৃক্ষ মেলার গুণের কথা করি বর্ণনা-ও ভাই করি বর্ণনা \
খোদার সেরা দান বৃক্ষ, জুড়ায় মোদের বক্ষ
বাঁচতে হলে বৃক্ষের সাথে, করতে হবে সখ্য।
সবাই মিলে গাছ লাগাবো, এ হউক মোদের প্রেরণাÑ
বৃক্ষ মেলার গুণের কথা করি বর্ণনা, ও ভাই করি বর্ণনা\
অন্ন বস্ত্র বাসস্থান, সবই বৃক্ষের অবদান
ধরায় বৃক্ষ না থাকিলে, বাঁচতো না তো মোদের জান।
প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে, এর তুলনা হয় না-
বৃক্ষ মেলার গুণের কথা করি বর্ণনা, ও ভাই করি বর্ণনা\
সবুজ বৃক্ষ সবুজ দেশ, লাল সবুজের বাংলাদেশ
বনজ ঔষধি কম লাগিয়ে, ফল বৃক্ষে গড়বো দেশ।
২৫% বনভ‚মি না থাকিলে চলবে নাÑ
বৃক্ষ মেলার গুণের কথা করি বর্ণনা, ও ভাই করি বর্ণনা\
মোদের শ^াসের অক্সিজেন, গাছ থেকে মোরা পাই
প্রশ^াসের কার্বন-ডাই অক্সাইড, গাছে গ্রহণ করে ভাই।
অক্সিজেনের ফ্যাক্টরি গাছ এ কথাটি মিথ্যা না-
বৃক্ষ মেলার গুণের কথা করি বর্ণনা, ও ভাই করি বর্ণনা।
ফল খাই বল পাই, আসুন ফলের গাছ লাগাই
বসতবাড়িতে গাছ লাগিয়ে, বিষমুক্ত ফল খাই।
ফল কখনও যায় না বিফল, এ কথা কি জনো না-
বৃক্ষ মেলার গুণের কথা করি বর্ণনা, ও ভাই করি বর্ণনা\
বৃক্ষ মেলা দেখে যাও, পছন্দের গাছ কিনে নাও\
দু’টি করে গাছ লাগানো, এ হউক সবার বাসনা-
বৃক্ষ মেলার গুণের কথা করি বর্ণনা, ও ভাই করি বর্ণনা\ য়

১গ্রাম : বিদ্যাবাগীশ, ডাকঘর ও উপজেলা : ফুলবাড়ী, জেলা : কুড়িগ্রাম, মোবাইল নম্বর : ০১৭৩৫২০২৭৯৮। ২ উপসহকারী কৃষি অফিসার, মুরাদনগর, কুমিল্লা