Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

কবিতা ১৪২৬

 গ্রীন হাউস ইফেক্ট
পরিমল কুমার সাহা২

১. এখনো উর্বর
এখন শুকনো নদী খাল বিল জলা
জলকে যায় না নারী নদীর কিনারে
পানি আনে মাটি খুঁড়ে দাঁড়িয়ে কাতারে
জলছাড়া হলো হারা শৌল টাকি মলা।

নদীর এখন যেন মরণের বেলা
ভুলেছে গাঁয়ের বধূ কেমনে সাঁতারে
নিদাঘ দুপুরে ঢেউ নাচায় না তারে
বাতাস একান্তে করে বালুচরে খেলা।

কল্ কল্ করা ঢেউ হয়েছে নীরব
শ্যালো আর টিলারের শোনা যায় রব
বিশাল নদীর বুকে জেগে আছে চর

চরজুড়ে শস্য নাচে মহা ধুমধামে
ঘাটে নয় হাটে এসে বেনিয়ারা থামে
নারী আর নদীচর এখনো উর্বর।   

২. আমার রক্তের কণা
আমার রক্তের কণা মৃত্তিকা নিষিক্ত
মুখের জবানে পাই বজ্রের ওঙ্কার
হিয়ার হাপরে বাজে বায়ুর টঙ্কার
শ্রাবণের জলে মন অবিরাম সিক্ত।

আমি তাই কাবু নই দীর্ঘতর শ্রমে
সারাদিন মাটি ঘেঁটে করে যাই খেলা
ঘাটে নেমে স্নান করি রোজ সাঁজবেলা
রাতের আঁধার চুঁয়ে চোখে ঘুম জমে।

নদী আর সবুজের সাথে মিলেমিশে
বেড়ে ওঠে জীবনের সোনামাখা দিন
পাখি আর ফুলে ফলে করি তা রঙিন।
বৈশাখের খর তাপ বজ্রের আশিষে
শিরায় শোনিত নেচে করে প্রদক্ষিণ
যার কাছে ঝড় ভয়ে বহে তার পিছে।

 

যুগল চতুর্দশপদী
 আবু হেনা ইকবাল আহমেদ১

গ্রীন হাউস আক্ষরিক অর্থ হলো সবুজ ঘর
ফলাফল বিবেচনা করলে সবার গায়ে আসবে জ্বর।
আবহাওয়া গরম হলে করে তাপ বিকিরণ,
বিপন্ন হবে গাছপালা মানুষের জীবিকা জীবন।
সাগরের তলদেশের উচ্চতা এক মিটার বাড়ার ফলে,
বাংলাদেশ ডুবে যাবে দশ ফুট পানির তলে।
ধেয়ে আসবে বন্যা ঝড় প্রাকৃতিক দুর্যোগ,
দিনে দিনে বাড়বে পৃথিবীতে মানুষের দুর্ভোগ।
অতি বৃষ্টি অনাবৃষ্টি হবে ফসল হবে হানি,
বরফ গলে নেমে আসবে বাড়বে নদীর পানি।
সময় থাকেতে করতে হবে যথাযথ প্রতিকার,
শোনেন শোনেন মন দিয়ে শোনেন সমাচার।
বৃক্ষকাটা বন্ধ কর, লাগাও বেশি গাছপালা,
পরিবেশ বিপন্ন হলে বাড়বে বেঁচে থাকার জ্বালা।
দেশের মানুষ ভাই বন্ধুরা যদি বাঁচতে চাও,
পতিত জমি বন বাদাড়ে বেশি বেশি গাছ লাগাও।
বাঁচা মরার প্রশ্ন এটা ভাবুন তো একবার,
অন্য দেশের অবহেলায় আমরা খাবো মার।
গাছ লাগিয়ে ভর্তি করা বিনার যত ভূমি,
দেশ বাঁচলে সবাই বাঁচবে বাঁচব আমি তুমি।
প্রকৃতির সাথে মোকাবেলায় জাগো সব একবার,
একাত্তরে গর্জে উঠেছিল যেমন সবার হাতিয়ার।
সবাই মিলে গাছ লাগাবো দেশটা হবে বন,
গাছের মতো নাইরে বন্ধু গাছ সবার প্রয়োজন।
বাঁচব আমরা সবাই মিলে বাঁচবে সোনার দেশ,
বদলে দেবো জলবায়ু, তথা বিশ্ব পরিবেশ।

১পরিচালক (অব.), বীজ প্রত্যয়ন এজেন্সী, কৃষি মন্ত্রণালয়। সেল : ০১৬১৪৪৪৬১১১। e-mail : ahiqbal.ahmed@yahoo.com  ২৪৪ সবুজ বাগলেন, মিস্ত্ররী পাড়া, খুলনা, মোবইল : ০১৭৩১৩৬৬৬২৫