Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

কবিতা (ফাল্গুন- ১৪২৭)

কৃষির টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা
মোঃ রাকিবুল ইসলাম১


বিশ্বের সাথে তালমিলিয়ে
উন্নয়নের ধারায় গিয়ে,
কৃষি অগ্রগতি সামনে রেখে
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও কৃষি।

উন্নয়নের মাপকাঠি লক্ষ্যমাত্রা সতেরো
কৃষি খাতে সংশ্লিষ্ট এসডিজি-দুই।
ক্ষুধা মুক্তি, খাদ্য নিরাপত্তা আছে আরো
উন্নত পুষ্টি ও কৃষি ব্যবস্থা টেকসই।

ক্ষুধা মুক্তি সূচকে দেশ স্বয়ংসম্পূর্ণ
শুধু এখন প্রয়োজন
দরিদ্র জনগণ ও শিশুরা ঝুঁকিপূর্ণ
বছরব্যাপী নিরাপদ ও পুষ্টির খাদ্য নিশ্চিতকরণ।

কিশোরী, গর্ভবতী, স্তন্যদায়ী নারী
বয়স্ক জনগোষ্ঠীর পুষ্টির চাহিদাপূরণ,
২০৩০ এর মধ্যে অপুষ্টির অবসান
সকল অভীষ্ট অর্জন।

ক্ষুদ্র, মাঝারি, বড়চাষী
বিশেষত নারী ও আদিবাসী
উৎপাদনশীলতা বৃদ্ধি ও কর্মসংস্থানে
সুরক্ষা ও সমান সুযোগ আছে বেশি বেশি।

জলবায়ু পরিবর্তনে চরম আবহাওয়ায়
দুর্যোগের সাথে মানিয়ে নিয়ে
উৎপাদনমুখী সক্ষমতা বৃদ্ধি সহায়ক
মৃত্তিকার গুণগতমানের উৎকর্ষ সাধন হোক।

বীজ ও উদ্ভিদ ব্যাংকের ব্যবহার
বিধি অনুযায়ী ন্যায্যতা ও সমতার
কৌলিকসম্পদ সংরক্ষণ
টেকসই কৃষি ব্যবস্থার উন্নয়ন।

গ্রামীণ অবকাঠামো, কৃষি গবেষণা ও সম্প্রসারণ সেবা
প্রযুক্তি উন্নয়ন ও উদ্ভিদ জিন ভাÐার সমৃদ্ধকরণ
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও কৃষির
আশাব্যঞ্জক বাস্তবায়ন।

১ কৃষি সম্প্রসারণ অফিসার, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ, মোবাইল: ০১৭০১২৩৭১৬৯ ই-মেইল: aeo1tungipara@dae.gov.bd

 

 


সোনার বাংলা ফসলে বসন্তরাঙ্গা দৃশ্য
মো. জুন্নুন আলী প্রামাণিক২

ফুলের সুবাসে ফাগুন হাসে ফুলফলের কলি,
বসন্ত জানায় শুভেচ্ছা প্রিতী দুঃখব্যথা ভুলি।
মৌমাছি প্রচুর উড়ায় জোরে ফুল সুবাসে ছোটে,
মধুর সন্ধানে নিবিষ্ট প্রাণ সারাদিবস খাটে।
মৌচাকে জমায় সুমিষ্ট মধু পুষ্টিকারক অতি,
নতুন মৌসুমে তরুণ বৃক্ষ ক্ষেত খামারে গতি।
লাগানো বোরোর সতেজ পাতা অনবরত দোলে,
চাষির সেবার সহায় নিয়ে অধিকতর ফলে।
শিমুল মান্দার ফুলের শোভা কৃষ্ণচ‚ড়ার মত,
আকৃষ্ট প্রকৃতি রূপের মাঝে দৃষ্টিনন্দন শত।
শীতের বিমর্ষ গাছের ছবি নীরব কাÐে ব্যথা,
মৌসুমী ধারায় চেতনা ফেরে তরু তাজায় পাতা।
পেয়ারা কুলের মুকুল শোভে সুবাসমাখা বায়ু,
পুষ্টির যোগান ফলের মাঝে দীর্ঘমেয়াদি আয়ু।
কলার বাগানে প্রচুর কলা বারমাসের ফল,
বিচিত্র জাতের কলার মেলা রোগমুক্তির বল।
লিচুর ফুলের উপর নেচে প্রজাপতির খেলা,
ভ্রমর সেথায় আসন পাতে উড়াউড়ির মেলা।
গমের ক্ষেতের বাঁধন দেখে চাষাচাষির খুশি,
সরিষা কলাই কুমড়া লাউ শাকসবজি বেশি।
অধিক বৃষ্টির প্রকোপ নাই মাঠপ্রান্তরে শস্য,
সোনার বাংলা ফসলে পূর্ণ বসন্তরাঙ্গা দৃশ্য।
বিচিত্র ফুলের সুবাসে মুগ্ধ ফুলপ্রেমিক লোক,
হরেক জাতের ফুলের চাষে ফুলচাষির ঝোঁক।
সবুজ দেশের সবুজ মাঠ শস্যসেবায় ধন্য,
পতিত জমির মেলেনা দেখা ক্ষেতখামারে পূর্ণ।

 ২ মো. জুন্নুন আলী প্রামাণিক, গ্রাম : বিদ্যাবাগীশ ডাকঘর ও উপজেলা : ফুলবাড়ী, জেলা : কুড়িগ্রাম, মোবা: ০১৭৩৫২০২৭৯৮