Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

কবিতা (আশ্বিন-১৪২৮)

ইঁদুর নিধন

কৃষিবিদ সাবরিনা আফরোজ

 

সেই কবেকার কথা

হ্যামিলনের বংশীবাদক ছিল একদা।

কোটি কোটি ইঁদুরের অত্যাচারী প্রাণ

বাঁশিওয়ালার বাঁশির সুরে দেহ দিল দান।

 

আজ আর বাঁশি নেই, নেই তার সুর

ইঁদুরেরা রাজ করে, ফসলের ওপর।

 

লাখ টন খাদ্যশস্য নষ্ট হয় বছরে

রাস্তা, বাঁধ, রেললাইন ভাঙে অকাতরে।

ঘরের কাপড় কাটে, কাটে সব তার

ঘরে মাঠে সবেতে রয়, রয় হাটবাজার।

 

ইঁদুর অনেক ছোট প্রাণী, বংশ বাড়ে দ্রুত

ইঁদুরের মল, লোম রোগ ছড়ায় শত।

টাইফয়েড, প্লেগ, কৃমি হয়, হয় জন্ডিস

আরো কত রোগ হয়, নেই তার হদিস।

 

কোটি কোটি মানুষের বছরের খাবার

ইঁদুর তা নষ্ট করে, করছে সাবাড়।

ধান, গম, সবজি, বাদাম, আলু, নারিকেল

কোনো কিছুই যায় না বাদ, নেই আক্কেল।

 

মাঠে ঘাটে ঘরে বাইরে যেখানেই পাবে

সমন্বিত দমন কর, তবেই সে যাবে।

 

দমনের পদ্ধতি আছে হাজার হাজার

রাসায়নিক, অরাসায়নিক পছন্দ যার যার।

দীর্ঘস্থায়ী বিষটোপ দিলে বেশি বেশি

সহজ হবে ইঁদুর নিধন, মরবে রাশি রাশি।

 

শিয়াল, বনবেড়াল, গুইসাপ, বেজি

পেঁচাও আছে তাদের দলে, মারতে ইঁদুর রাজি।

 

কাঠ, বাঁশ, লোহা দিয়ে তৈরি হয় ফাঁদ

গ্লুবোর্ড, টেঁটা আছে কিছু নেই বাদ।

 

একা কভু নয় সম্ভব ইঁদুর দমন

সম্মিলিত প্রচেষ্টার আছে প্রয়োজন।

একই দিনে একই সময়, সকলে করলে নিধন

দেশ হবে ইঁদুরমুক্ত, লাভবান হবে প্রতি জন।

 

নষ্ট হবে না একটি দানাও, অভাব হবে শেষ।

মাসব্যাপী নিধন অভিযান চলবে সারাদেশ

সোনার দেশের সোনার ফসল গড়বে সোনার দেশ। য়

 

ইঁদুর মারুন

পরিমল কুমার সাহা

 

সারামাঠ ঘুরে দেখলাম ইঁদুর খাচ্ছে ধান

ইঁদুর ধরে লেজ কাটছে গ্রামের যত পোলাপান

ইঁদুর থেকে কেমনে মুক্তি পাবো কওতো দেখি ভাই

ফসল রক্ষার কোনো উপায় কি কারোর জানা নাই!

মন্ডল চাষি ডেকে বলে শোন হিরন ভাই

মাঠের ইঁদুর কত ক্ষতি করে চলো দেখে যাই

শাকসবজি লাউ মুলা ক্ষেত, যতদূর চোখ যায়

হায়নার মতো ইঁদুরের দল সব লুট করে খায়

সেচ কাজে বিদ্যুতের তার কেটে ইঁদুর করে সাবাড়

সব জিনিসকে ইঁদুর ভাবে এটা তাদের খাবার

 ছেলেমেয়ের বই খাতা কাটে, কাটে আলনার শাড়ি 

হাঁস-মুরগির খাবার নষ্ট করে গ্রামের প্রতি বাড়ি।

মাথার ঘাম পায় ফেলে কৃষক ফলায় ধান

গর্তে বসে মনের সুখে ইঁদুর ধরে গান

গবেষণায় দেখা যায় ইঁদুরের ক্ষতির পরিমাণ

অর্ধকোটি মানুষের এক বছরের খাবারের সমান।

রাত কাটে দলবেঁধে ক্ষেতের কচি ধানের চারা

মাথায় হাত দিয়ে কাঁদে, কৃষক দিশেহারা

জনস্বাস্থ্যের ক্ষতিকারক প্লেগ জন্ডিস রোগ

ইঁদুর ছড়ায় এসব রোগ,

বাড়ে মানুষের দুর্ভোগ

হ্যামিলনের বাঁশিওয়ালা আসবে কী আর ফিরে

সচেতন হয়ে ইঁদুর মারব দেখে যাও ভাই ধীরে

নারিকেল গাছের চারি দিকে ধাতবপাত ব্যবহারের ফলে

রক্ষা পাবে ডাব নারকেল টাকা যাবে না জলে 

ধানের গোলা বসতবাড়ি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ

এসব জায়গায় পেতে রাখুন ইঁদুর মারা ফাঁদ

ইঁদুর ধরুন ইঁদুর মারুন ইঁদুর করুন শেষ

বদলে যাবে অর্থনীতি জেগে উঠবে দেশ।

 

১আঞ্চলিক কৃষি তথ্য অফিসার, আঞ্চলিক কার্যালয়, ঢাকা। মোবাইল : ০১৭১৭৫২৬৮৪০; ২ পোস্ট মাস্টার (অব.), ১১৭ লোহার গেট, বানিয়াখামার, খুলনা। মোবাইল : ০১৯৩০৩৫৯২০৩;