Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

কবিতা ১৪২৮

বৃক্ষের কথোপকথন
কৃষিবিদ সাবরিনা আফরোজ
শিশু বৃক্ষরে ডাকি প্রৌঢ়ে কয়
দেখ আমি মহীরূহ করি বিশ্বজয়।
প্রকৃতির শোভা আমি অনন্ত যৌবন
দিয়ে গেছি কায়া ছায়া করে সমর্পণ।

এই যে দেখ হিজল তমাল আর কেয়ার বন
এর তলেতেই ক্লান্ত পথিক জুড়ায় দেহ মন।
শোন খোকা, বলে রখি তোমায় দামি কথা
বৃক্ষ তুমি, অনেক দামি, ফলবে হেথা হোথা।

পাকা আম, পাকা জাম আর পাকা পেঁপে
রূপগুণে ষোল আনা বলি যেতে যেতে।
তরমুজে আছে লোহা, পেয়ারায় ‘সি’
নারিকেলে ফসফরাস, খাবে বেশি বেশি।

ডুমুরে কিডনি ভালো, কদবেলে যকৃত
জলপাই রুচি আনে, কমলা  অমৃত।
হিজল, তমাল, ধুপ, আগর, হরগোজা
কুর্চি কেয়াও আছে চাই শুধু খোঁজা।

সেগুন, আকাশমণি, গর্জন, চাপালিশ
বৃক্ষভারে প্রকৃতি কভু করবে না নালিশ।
বৈশাখ আষাঢ় আর ভাদ্র আশ্বিন
ফল চাষে ধনী কৃষক খেটে রাত দিন।

আষাঢ়ের বরষায় সরসিত মাটি
এ সময়ের লাগানো গাছ সোনার চেয়ে খাঁটি।
উঁচু জমি ভালোবাসে নারিকেল কুল
দো-আঁশ মাটিতে হবে বাগান বিপুল।

ত্রিকোণী, ষড়ভুজী, কন্টুর পদ্ধতি
বেছে নাও, যেটা চাই, লাভ হবে অতি।
জলের শূন্যতা আর বসুধার খরা
না লাগলে বৃক্ষ সব হয়ে যাবে জরা।

লাগালে বৃক্ষ তার নেই কোনো হার
বৃক্ষরোপণে পাবে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার।

স্মারক বৃক্ষ হবে এক কোটি গাছ
মুজিববর্ষে পাবে নির্মল শ্বাস।
বৃক্ষ তুমি অতি দামি পুনরায় বলি
দিয়ে যাবে মন প্রাণ কুসুমিত কলি।


পুষ্টিবিধান
কৃষিবিদ মোঃ রাকিবুল ইসলাম
সেকেন্দার মিয়ার ছোট্ট কুটির
ছোট্ট পরিবার,
হাসি-আনন্দে উচ্ছলতায়
কেটে যায় দিন সবার।

এমনটি ছিল না যে,
এইতো কদিন আগে।
কৃষি অফিসের পরামর্শে তার
নতুন স্বপ্ন জাগে।

স্বাধীনতার পঞ্চাশ বছরে
বিশ^ দরবারে
কৃষি উদ্যোক্তা নব ধারণায়
আসছে হাজারে হাজারে।

তাইতো মোরা বিশে^র বুকে
কাঁঠাল উৎপাদনে দ্বিতীয়,
আম আর পেয়ারায় অষ্টম।
পাট, সবজিতে দ্বিতীয়, তৃতীয়
আলু উৎপাদনে ষষ্ঠ।

বিশ^ স্বাস্থ্য সংস্থা বলেÑ
সুস্থ যদি থাকতে চাও,
জনপ্রতি দৈনিক খাও,
৪০০ গ্রাম সবজি ও ফল
রোগ প্রতিরোধ ক্ষমতাসহ বাড়বে ভীষণ বল।

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনাÑ
‘এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে’
ফল-সবজির পুষ্টিগুণে উঠান ভরিয়ে রাখে।

করোনা মহামারিতে আজ জীবন বিপর্যস্ত
বাঁচতে হলে নিতে হবে নিজেই নিজের যত্ন।
স্বাস্থ্যবিধি মেনে চলে খেতে হবে বাহারি ফল,
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, জীবন হবে ঝলমল।

আম, জাম, কাঁঠাল, লিচু
আরো আছে কত কিছু!
জায়গা বুঝে লাগাতে হবে বেল, পেয়ারা
অনেকের আবার খুব প্রিয় নারিকেল, জাম্বুরা।

বসতবাড়ির আঙিনায়, টবে, ছাদে
বাড়ছে ফলের চাষ
পরিবারের পুষ্টি চাহিদা পূরণে
সচেষ্ট সবাই আজ।

থাকবে না আর অপুষ্টিজনিত সমস্যা,
পুষ্টির অভাব
শতাধিক প্রজাতির ফল চাষে তাই
দেশ ও দশের লাভ। য়

১আঞ্চলিক কৃষি তথ্য অফিসার, কৃষি তথ্য সার্ভিস, ঢাকা অঞ্চল। মোবাইল : ০১৭১৭৫২৬৮৪০, ই-মেইল :sab.afr.777@gmail.com
২কৃষি সম্প্রসারণ অফিসার, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ, মোবাইল : ০১৭১৯-১৭২৯৫৫, ই-মেইল : aeotungipara.gov@gmail.com