Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

কবিতা, সবুজ পাতা

কবিতা, সবুজ পাতা

কৃষিবিদ মোঃ রাকিবুল ইসলাম২
একদা এক শীতের সকালে
ঘুম ভাঙে এলার্ম ঘড়ির শব্দে
 সেই যান্ত্রিক জীবন, জীবনের প্রতিটি বাঁকে
ভাবনার পলেস্তারা উঁকি দেয় মনের জানালায়
হারিয়ে যাই শৈশবকালে
মাটির কাছে, সবুজ পাতার কাছে 
আপন নিরালায়।

খাদ্য, বস্ত্র, বাসস্থান সকল মৌলিক চাহিদা বর্তমান
তবুও শান্তি খুঁজি পাখির কাছে, ফুলের কাছে
অবসর খুঁজি মাটির কাছে।

সুস্থ-সুন্দর জীবন-যাপন করতে চাইলে
ব্যস্ত শহরের কোলাহলে
ভেজাল খাদ্যের ভিড়ে
নিরাপদ সবজি ডাইনিং টেবিলে চাইলে
করতে হবে চাষ পরিবারের সবাই মিলে
ছাদ, বারান্দা কিংবা বসতবাড়ির আঙিনায়।

পরিবারের সঠিক পুষ্টির চাহিদা পূরণে
লালশাক, পালংশাক, বেগুন, টমেটো
লাউ, উচ্ছে, কুমড়া, শশা চাষে
এন্টি-অক্সিডেন্ট, ভিটামিনস, মিনারেলস
পুষ্টি ভান্ডার থাকবে বার মাসে
সুস্থ-সবল নতুন প্রজন্মের সন্ধানে।

সবুজ কচি পাতায়, পুষ্পমঞ্জরির শোভা
আত্মতৃপ্তির বহমান ধারা
মাটির গন্ধে মিশে একাকার
কোথায় এমন বসুন্ধরা!

ফুলে-ফুলে মধুকর গুঞ্জন
 লোকালয়ে পাখির কলতান
পরম মমতায়, আপন পরিচর্যায়
আমার সুশোভিত সবজি বাগান। 

 ২কৃষি সম্প্রসারণ অফিসার, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ, মোবাইল: ০১৭১৯-১৭২৯৫৫, ই-মেইল : aeotungipara.gov@gmail.com