Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

কবিতা ১৪২৮(শ্রাবণ)

জন্মশতবর্ষের শ্রদ্ধাঞ্জলি
কৃষিবিদ মোঃ হামিদুর রহমান

বঙ্গবন্ধু, তব জন্মদিন হতে
আজি শতবর্ষ পরে,
তোমাকে স্মরিছে বাঙালি জাতি
পরম শ্রদ্ধাভরে।

বাংলা নামের এ বদ্বীপটির
উদার শোভিত শ্যামলিমা,
নজর কেড়েছে বিশ্ববাসীর
ঐশ্বর্যের এরই মহিমা।

এসেছে মোগল, এসেছে পাঠান
এসেছে বর্গী, ইংরেজ,
পাকহানাদার নিপীড়কদল
দেখিয়েছে কত তেজ।

শাসনের নামে করেছে পীড়ন
বহু শতাব্দী ধরে,
নিঃস্ব করেছে এদেশটিকে
তীব্র শোষণ করে।

অবশেষে তুমি বিধাতার বরে
ত্রাতা বেশে এলে বাংলায়,
অমিত সাহসে হানলে আঘাত
কে আর তোমাকে সামলায়?

চির নিপীড়িত বাঙালি জনেরা
তোমারই মন্ত্র-দীক্ষায়,
স্বাধীন মুক্ত একজাতি হলো
বীরত্ব দেখিয়ে দুনিয়ায়।

সবার বক্ষে এঁকে দিলে তুমি
চির চাওয়া সেই স্বপ্ন,
ক্ষুধা দারিদ্র্যের হবে অবসান
আসবে সুখের লগ্ন।

এই স্বপ্ন রূপায়নে আজ
হয়েছে বিপুল অর্জন,
তোমারই কন্যা কান্ডারি দ্যাখো
সাথে আছে তাঁর জনগণ।

পরপার হতে চেয়ে দেখ তুমি
তব জন্মের শতবর্ষে,
কৃতজ্ঞ জাতি কত আয়োজনে
স্মরিছে তোমাকে হর্ষে।

তুমি বাংলার সর্বকালের
সর্বশ্রেষ্ঠ সন্তÍান,
বাঙালির প্রাণে রবে তুমি জানি
চিরকাল চির অম্লান।


প্রিয় জাতির পিতা বঙ্গবন্ধু
কাজী আনিছুর রহমান


ঘুমিয়ে আছে জাতির পিতা উঠবে না কোনোদিন,
    যাকে দেশটি লিখে দিলেও শোধ হবে না ঋণ।
ঘাতকের বুলেটে ১৫ আগস্ট করেছে মৃত্যুবরণ,
    প্রতি কাজে বাঙালি তাঁকে করেছে আজও স্মরণ।
আসবেনা আর সেদিন কভু বাজবেনা তালি হাতে,
    কাটবে না আর অবসর কভু শিশু-কিশোরের সাথে।
দিবেনা আর উত্তাল ভাষণ করবেনা নতশির,
    রেসকোর্স ময়দানে হবে না কভু লক্ষ জনতার ভিড়।
তুমি সৃষ্টির সেরা আদম সন্তান নও তুমি নিঃস্ব
    চির জাগ্রত ভাষণে তুমি কাঁপিয়ে দিয়েছো বিশ্ব।
বাঙালির মুক্তির চেতনায় ভেসেছিল তোমার বুক,
    জীবনের বিনিময়ে এনে দিলে তুমি বাঙালির স্বাধীনতার সুখ।
কালরাতে ভেসে এলো বিরহের বাঁশি,
    নীরবে ঘুঁচে গেলো এতিম বাঙালির হাসি।
হারিয়ে গেছে অচেনা দেশে আসবে না ফিরে আর,
     সে যে মোদের জাতির পিতা তুলনা নেই তাঁর।
আজ তোমার শত জন্মবার্ষিকীতে করেছি বরণ,
    যতদিন আছে বাংলার মানুষ করিবে তোমাকে স্মরণ।

১সদস্য, এপিএ পুল, কৃষি মন্ত্রণালয় ও প্রাক্তন মহাপরিচালক, মোবাইল : ০১৭১১৮০৩৬৯৫২আদর্শ কৃষক, গ্রাম ও পো: গছানী, উপজেলা : দশমিনা, জেলা : পটুয়াখালী, মোবাইল : ০১৭৮২৯৯০৯৮৪