Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

বিদীর্ণ করেছো বাংলাদেশের বুক

বিদীর্ণ করেছো বাংলাদেশের বুক

হাসানুজ্জামান কল্লোল

এক হিমালয় যেন শুয়ে আছেন সিঁড়িতে
তাকে ধারণ করতে গিয়ে সিঁড়ি নয়, বাড়ি নয় শুধু
ভোরের সমস্ত ভেজা ঘাস রক্তাক্ত-লাল বেদনায় কাঁদছে।
বিষাদ ফেলেছে জাল দোয়েলের নরম চোখে,
আহা দেখো সুবেহ সাদেকের আলোয় কী করুণ
সরোদের সুর-যেন বাংলাদেশ হারিয়েছে তার
সর্বযুগের শ্রেষ্ঠ মানব-মুকুট।

সবুজের মাঝে লাল রঙের গর্বে যে পতাকা
ওড়ে প্রতিদিন, আগস্টের সকালে ধানমন্ডির লেকে
তার নুয়ে পড়া লজ্জিত ছায়া।
শোকের কফিনের সারি একে একে সারা দেশের
পবিত্র মাটিকে কাঁদিয়ে, ঘুমিয়ে পড়েছে।

জেনে রাখো, তোমরা শুধু একজন মানুষকে
হত্যা করোনি, হত্যা করেছো ইতিহাসের সফল
স্বপ্ন নায়ককে- ধানক্ষেতে হাঁটা সবুজ রাখাল রাজাকে।
তোমরা অজস্র বুলেট ছোড়োনি শুধু
তোমরা সহস্র স্বপ্নকে হত্যা করেছো
বিদীর্ণ করেছো বাংলাদেশের বুক।

অতিরিক্ত সচিব (সম্প্রসারণ), কৃষি মন্ত্রণালয়, ই- মেইল : www.moa.gov.bd