ফসল ও চাষা
কে এম বদরুল হক শাহীন
ফসলের ফলন বাড়ানোর প্রাণান্ত চেষ্টায় আমি
ধান, গম, পাটের পরিচর্যায় আছি দিবানিশি।
চাষ, বীজ বপন, সার ও কীটনাশক স্প্রে
সময়মতো প্রয়োগে ফলন বাড়ে সর্বাগ্রে।
আমার চোখেমুখে সবুজ ঝিলিক
মনে পাই শান্তি আশার প্রদীপ।
ন্যায্য দাম পাইনা ফলানো ফসলে,
কষ্টের শ্রম সবই যায় বিফলে।
দুধ, ডিম, সবজি ফেলে করি প্রতিবাদ,
জানতে তো চাওনা কিভাবে করি এসব আবাদ।
যার শ্রমেতে অন্ন জোটে, তাকেই বলো চাষা!
তোমার কথার তাচ্ছিল্যে আমি হারিয়ে ফেলি ভাষা।
আমাদের কষ্টের সহমর্মী হওনা তোমরা কভু,
এভাবেই আমাদের ধুঁকে ধুঁকে বাঁচিয়ে রেখেছেন প্রভু।
লেখক : উপপরিচালক (এলআর), খামারবাড়ি, ঢাকা, মোবাইল : ০১৭১১৫৮৩৩১০