Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

কর্পোরেট-চাকরি-ছেড়ে-দিয়ে-সফল-কৃষি-উদ্যোক্তা-মো:-সাইফুল-ইসলাম

কর্পোরেট চাকরি ছেড়ে দিয়ে সফল কৃষি উদ্যোক্তা মো: সাইফুল ইসলাম
কৃষিবিদ মনিরুল হক রোমেল
পৃথিবীতে মাটি হচ্ছে সকল ফসল উৎপাদনের প্রধান মাধ্যম। প্রাণীকূলের খাদ্যের যোগান দিয়ে মাটি আমাদের মায়ের মতো আগলে রেখেছে। মাটির স্বাস্থ্য রক্ষায় অক্লান্ত পরিশ্রম করে চলেছেন কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার পিহর গ্রামের বাসিন্দা জনাব মোঃ সাইফুল ইসলাম, হয়েছেন একজন সফল কৃষি উদ্যোক্তা। মাটির প্রাণ জৈব পদার্থ। বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলের মাটিতে জৈব পদার্থের পরিমাণ অতি নিম্ন। তাই মাটির প্রাণ ফিরিয়ে আনার জন্য ফলপ্রসূ এক উদ্যোগ গ্রহণ করেন মোঃ সাইফুল ইসলাম। পেশায় একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার ছিলেন। 
কর্পোরেট চাকরি ছেড়ে দিয়ে কেন তিনি কৃষি উদ্যোক্তায় পরিণত হলেন এমন প্রশ্নের উত্তরে মো: সাইফুল ইসলাম জানান ২০২০ সালে করোনাভাইরাসের হিংস্র থাবায় সারা বিশ্ব প্রায় অচল হয়ে পড়ছিল। বেসরকারি প্রতিষ্ঠানে ম্যানেজার আইটি পদে কর্মরত অবস্থায় চাকরি ছেড়ে দিয়ে তিনি সিদ্ধান্ত নেন, গ্রামে ফিরে যাওয়ার, নিরাপদ খাদ্য সরবরাহে ভূমিকা রাখার।  ২০২১ সালে চান্দিনা উপজেলার তৎকালীন উপজেলা কৃষি অফিসার জনাব মনিরুল হক রোমেল, পিহর ব্লকের উপসহকারী কৃষি অফিসার ইকবাল হোসেন এবং সাইফুলের সহধর্মিণী মোসাঃ ফাতেমা আক্তার এর পরামর্শে চান্দিনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম-ফেজ ওও প্রজেক্ট (এনএটিপি-২) প্রকল্পের ১৬ টি রিং ও ১০ কেজি কেঁচো দিয়ে ভার্মিকম্পোস্ট খামার এর একটি প্রদর্শনী দিয়েছেন। নিজ গ্রামে সকলের কাছ থেকে পাগল উপাধি অর্জন করেন ও আনন্দের সহিত তা গ্রহন করে ২০০ কেজি সার উৎপাদন করেন। প্রতি কেজি ভার্মিকম্পোস্ট ১৫ টাকায় বিক্রি শুরু করেন। পরবর্তীতে তিনি তার ব্যবসা আরও সম্প্রসারিত করেন। 
ভার্মিকম্পোস্টের দুনিয়ায় তার যাত্রা শুরু হয়। চাকরি ছেড়ে দিয়ে হতাশ এক যুবক ধীরে ধীরে হয়ে উঠেন স্বাবলম্বী, আত্মবিশ্বাসী, অধ্যবসায়ী ও প্রত্যয়ী এক যুবক। 
প্লান্ট পাওয়ার অর্গানিক ফার্টিলাইজার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ভার্মিকম্পোস্ট খামার শতসহস্র প্রতিষ্ঠানের ভীড়ে এমন একটি অর্গানিক ফার্টিলাইজার প্রতিষ্ঠান, যার জন্ম হয়েছে কিছু ভিন্ন উদ্দেশ্য, ব্যতিক্রমী চিন্তাভাবনা ও পরিকল্পনার চমৎকার বাস্তবায়নে।  মাটির স্বাস্থ্য, মাটির উর্বরতা বৃদ্ধি, মাটির ক্ষয় রোধ, আধুনিক কৃষির  চিন্তাভাবনার আলোকেই এই প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছে প্লান্ট পাওয়ার অর্গানিক ফার্টিলাইজার। 
গুণগত মান বজায় রেখে অনলাইনে দারাজ, ফেসবুকেও বিক্রি শুরু করেন। যার ফলে কিছুদিন পর অনলাইনের মাধ্যমে ১ টন সার ১৫,০০০ টাকায় বিক্রির পর থেকে ১৬ টি রিং থেকে ৫০ টি রিং এর মাধ্যমে উৎপাদন করেন।  ২০২২ সালের মধ্যে ২৩০ টি রিং দিয়ে বাণিজ্যিক আকারে ভার্মিকম্পোস্ট উৎপাদন করেন।  
তার ইচ্ছা নিরাপদ খাদ্য ও মাটির স্বাস্থ্য রক্ষা নিয়ে ভার্মিকম্পোস্ট খামার করে , রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে নিরাপদ সবজি উৎপাদন করা, কৃষকদের  প্রশিক্ষণ ও উদ্যোক্তা তৈরি এর ব্যবস্থা করা। শুধু চান্দিনা উপজেলা বা কুমিল্লা জেলা নয়, তিনি তার সৎ কর্মের স্বাক্ষর রেখে চলেছেন সারা বাংলাদেশে। কৃষকদের দিয়ে নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য বাংলাদেশের বিভিন্ন জেলায় চট্টগ্রাম, রংপুর, বরিশাল, সিলেট, পটুয়াখালি, চাঁদপুর, ঝালকাঠি জেলায় নতুন ভার্মিকম্পোস্ট উৎপাদনকারী ও উপজেলা কৃষি অফিসারদের সাথে সাক্ষাত করে  ভার্মিকম্পোস্ট  বিক্রির ব্যবস্থা করেন। 
অনেক কর্মকর্তা নিজেদের ছাদবাগানে ব্যবহারের জন্য তার নিকট থেকে ভার্মিকম্পোস্ট ক্রয় করে নিয়ে গেছেন। মোঃ সাইফুল কয়েক মাস পর পর তার খামারে উৎপাদিত ভার্মি কম্পোস্ট এর নমুনা মৃত্তিকা  সম্পদ উন্নয়ন ইন্সটিটিউটের ল্যাবে পরীক্ষা করেন, এবং গুণগত মান সম্পর্কে নিশ্চিত হন।
ভার্মিকম্পোস্ট বাজারজাতকরণে তার উল্লেখযোগ্য ভূমিকা হচ্ছে- মাটির উর্বরতা বৃদ্ধি, মাটির ক্ষয় রোধ ও আধুনিক কৃষির চিন্তাভাবনার আলোকেই ভার্মিকম্পোস্ট উৎপাদনকারী উদ্যোক্তা ও কৃষকগণকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য চেষ্টা করে যাচ্ছেন, যাতে ছোট বড় কোন উদ্যোক্তাই পিছিয়ে না থাকে, যেন কেউ হতাশ হয়ে ভার্মি কম্পোস্ট উৎপাদন করা বন্ধ করে না দেয়।  কয়েকজন  মেধাবী, পরিশ্রমী ও স্বপ্নবাজ তরুণকে নিয়ে গড়ে তুলেছে বাংলাদেশ ভার্মি কম্পোস্ট প্রডিউসার অর্গানাইজেশন (ইঠঈচঙ)” এই সংগঠনটির শুভযাত্রা শুরু হয়েছে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা থেকে। বর্তমানে কুমিল্লা জেলার প্রায় সকল ভার্মিকম্পোস্ট উৎপাদনকারী কৃষক এই সংগঠনটির সাথে যুক্ত এবং তাদের উৎপাদিত ভার্মি সার বিক্রি দিন দিন বেড়েই চলেছে। এখন বড়, মাঝারি বা ক্ষুদ্র উদ্যোক্তা কারও বিপনণজনিত কোন সমস্যা হচ্ছে না। একই নেটওয়ার্কের মাধ্যমে বিক্রি করছেন।
কৃষি উদ্যোক্তা মোঃ সাইফুল ইসলামকে নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন স্বনামধন্য দৈনিক পত্রিকা যেমন- বাংলাদেশ প্রতিদিন, যুগান্তর, ভোরের কাগজ, আমোদ, জুম বাংলা নিউজ ও বিটিভিসহ বিভিন্ন স্যাটেলাইট চ্যানেল বিটিভি ওয়ার্ল্ড, দেশ টিভি, আনন্দ টিভি, গ্লোবাল টিভি, এখন টিভি চ্যানেল ও এআইএসটিউবে প্রচার করা হয়।  

লেখক : আঞ্চলিক কৃষি তথ্য অফিসার, কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয়, কুমিল্লা, মোবাইল: ০১৬৮১৬৮৩৩৪২, ই-মেইল : monirulromel@gmail.com